Thursday, November 22, 2012

প্রেম পত্র প্রিয়া, প্রথমে এক বোতল সালফিউরিক এসিডের শুভেচ্ছা রইল। প্রিয়া আমি তোমাকে ভালোবাসি আর এ ভালোবাসা F=ma এর মতই চিরন্তন সত্য। তোমার প্রতি আমার ভালোবাসা স্প্রিংনিক্তিতে মাপা সম্ভব নয়। প্রথম যেদিন তোমাকে দেখি আমার হৃদয়ে প্রেমের ট্রান্সফরমার তোমার হৃদয়ের এ.সি. তড়িত প্রবাহের জন্য অপেক্ষা করছে। তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় লিফট পাম্পের মতো উঠা নামা করে, বন্ধ হয়ে যায় আমার মনের গিয়ার চাকা। আর যখন তোমাকে দেখতে পাই তখন নিজেকে হিলিয়াম গ্যাসের মতো হাল্কা মনে হয়। আমার মনের পিকচারটিউবে শুধুই তোমার ছবি। ওগো আমার বিটোমিন, ওগো আমার সোডিয়াম কার্বনেট, ওগো আমার ফ্যানেল তুমি আমার প্রেমের হাইড্রোকার্বনের বুদবুদ শুনতে পাওনা, তুমি আমার নাইট্রোগ্লিসারিনের মতো ভালোবাসা বুঝতে পারনা। তবে কেন তুমি নিস্ক্রিয় গ্যাসের মতো আচরন কর। ওগো আমার অক্সিজেন টিউব, কার্বমনোক্সাইড ভড়া এই পৃথিবীতে তোমার প্রেমের বিশুদ্ধ অক্সিজেন দিয়ে আমায় বাচাও। এসো আমরা দু’জনে আমাদের হৃদয়ের জারন-বিজারন ঘটিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হই। দু’জনে মিলে সমন্বিত বর্তনীতে পরিবর্তীত হই। আমার প্রেমের জেনারেটর কোনদিনও নষ্ট হবে না। যদি তোমার প্রেমে কোনদিন মরিচা পড়ে, তাহলে আমারা নতুন করে গ্যালভানাইজিং করে নিব। প্রিয়া বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার ৩য় সূত্রে বলেছেন-“প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত মূখী প্রতিক্রিয়া আছে” তবে কি আমার এই প্রেম পত্র তোমার মনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তোমার...........HUTUM PECHA T

No comments:

Post a Comment

thank you