" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Friday, November 23, 2012
আমি যখন মারা যাবো, তখনও আমার মনের সর্বস্ব দিয়ে শুধু তোমায় ভালোবেসে যাব।
ওই দূর আকাশ থেকে শুধু তোমায় দেখে যাব, আর তোমার জন্যে প্রার্থনা করব।
যখন দেখব তুমি হাসছ বুঝে নেব আমাদের মধুর স্মৃতিগুলো মনে করে হাসছ।
যখন দেখব তুমি কাঁদছ বুঝে নেব আমায় কাছে না পাওয়ার যন্ত্রণা তোমায় পোড়াচ্ছে।
মৃত্যুর পরের জগতেও আমার চিন্তা চেতনায় শুধু তুমি রবে।
যখনই তুমি আমায় ভাববে বুঝে নেব আমি কখনও কাওকে ভালবাসা দিতে পেরেছিলাম।
কিন্তু মনে একটা প্রশ্ন আসে, যখন আসলেই আমি মারা যাব?
তুমি কি ভাববে আমার কথা?
যে চোখ আমায় দেখে কখনও হেসেছে সেকি কখনও আমার কথা ভেবে কাঁদবে।
তখন কি তোমার মনে পরবে কখনও আমরা হাত ধরে নদীর পাশে হেঁটেছি?
মনে পরবে একসাথে কতযে কথা কতনা গান গেয়েছি?
যখন আমি মারা যাব তখনও কি আমায় এভাবেই ভালবাসবে?
জানি জীবন কারো জন্যে থেমে থাকে না। তোমার জীবনও জীবনের নিয়মে এগিয়ে যাবে।
আমি চাইনা তুমি আমায় ভেবে জীবনকে থামিয়ে রাখ। চাইনা আমার কবরে যেয়ে একটি গোলাপ দিয়ে এসো, চাইনা আমার জন্য এতটুকুও অশ্রু ঝরাও।
শুধু এটুকু চাই। কোন এক ভোরে ঘুম ভেঙ্গে আমায় মনে পরলে আকাশ পানে চেয়ে একটু হেসে বোলো "তোমাকে এখনও অনেক ভালোবাসি।"
Labels:
LOVE IS BLIND
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thank you