" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Thursday, November 22, 2012
উওর-পশ্চিম এলাকা শ্যামলী ও তার তৎসলগ্ন অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উওর-পূর্ব মিরপুর থেকে সরে গিয়ে স্থলভাগের উপর দিয়ে আসাদগেট ও সাইন্সল্যাব এলাকা অবস্থান করছে। রাকার মনের বন্দর ও তার ভাই আল-ইমরানের মনের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভবনা আছে।
মিরপুর এলাকা কতৃর্ক প্রদত্ত সকল কল, মিস কল এবং মেসেজ এমন কি ইলেকট্রনিক মেইল সমূহকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্তক থেকে প্রেরণ করার নির্দেশ দেওয়া হল।
Labels:
LOVE IS BLIND
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thank you