" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Saturday, November 17, 2012
তুমি জান না, তোমার ছোট ছোট কথায় কতবার যে তোমায় নতুন করে ভালবেসেছি।
ভালোবাসো, কথাটি শোনার জন্য কতটা রাত অপেক্ষা করেছি।
তুমি বোঝো নি তোমার অবহেলাতেও আমি ভালোবাসা খুজেছি।
কত রাত তোমায় ভেবে ভেবে একা কাটিয়েছি।
আমার নিঃসঙ্গতায় তুমি আমার একমাত্র সাথী ছিলে,
আমার সারা পৃথিবী জুড়ে শুধু তুমি ছিলে, আছো এবং থাকবে
No comments:
Post a Comment
thank you