তুমি জান না, তোমার ছোট ছোট কথায় কতবার যে তোমায় নতুন করে ভালবেসেছি।
ভালোবাসো, কথাটি শোনার জন্য কতটা রাত অপেক্ষা করেছি।
তুমি বোঝো নি তোমার অবহেলাতেও আমি ভালোবাসা খুজেছি।
কত রাত তোমায় ভেবে ভেবে একা কাটিয়েছি।
আমার নিঃসঙ্গতায় তুমি আমার একমাত্র সাথী ছিলে,
আমার সারা পৃথিবী জুড়ে শুধু তুমি ছিলে, আছো এবং থাকবে
No comments:
Post a Comment
thank you