Thursday, June 28, 2012


আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে
রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে
ফুলেরও মতন
তুমি যেন ভুল বুঝনা
আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায়
অনেক বাঁধাই আসে
মনেরও সেই ফুলদানীতে
ফোটে যদি ফুল
বেলি-গোপাল-গন্ধরাজ
আর সুবাসী বকুল
কত মধুর স্বপ্ন দেখি
আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্নগুলো
সত্যি করে দিয়ে
তোমার মাঝে আমি যেনো
ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে
তরণী যেমন

একদিন মাটির ভিতরে হবে ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারার সুতো
সকলই হবে তোমার পর
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মাটির ভিতরে হবে ঘর
——————–

মন যায় মোরো মন যায়
চকুত চকু থৈ চাবলে
লাহে লাহে ওচর পাবলে
কাষে কাষে খোজ দিবলে
মন যায় মোরো মন যায়
চকুত চকু থ’ব মন যায়…
তোমাক দেখা পালে
সপোন জাগি উঠে
বুকুখনি হয় তাজমহল
মন নদী হৈ
মরম সূঁতি বয়
ঢৌবোরো তাত হয় সাঁথর
সমূখত যেতিয়া তোমাক দেখো
যাযাবর অভিমান মুঠিতে রাখো।।
মন যায় মন যায় মন যায়…
মন যায় মোরো মন যায়
মন যায় মোরো মন যায়…
উদাসী উদাসী গধুর পলকতে
জোর সপোন আহি বহে
চুবুরীয়া বহু সিহরণে আহি
মোক অকলশবীয়া করে
মোর খোজর বাটত ছাঁয়া নামে
তুমি পোহর দিয়া সাহনো বাঢ়ে।।
মন যায় মন যায় মন যায়…
মন যায় মোরো মন যায়
মন যায় মোরো মন যায়…
মোর বুলিবলে আছেহি বুকু
মৌ-মিঠা তোমারে অনুভব
ভয় লাগে জানা
ক’থারে ক’বলে
নাম দিয়া জানোছা সিহরণ
ক’বানে কিয় এনে ভাললগা
অসহায় অসহায় নিরবতা।।
মন যায় মন যায় মন যায়…
মন যায় মোরো মন যায়
মন যায় মোরো মন যায়…
টুকুরা টুকুরা ভাঙি গুড়ি হোবা
মনটোক কিদরে জোরা দিওঁ
খেলিমেলিবোরে ধুই সেতা করা
বুকুত কিহরেনো রং সানো
বেদনা বেদনা মোর ভালপোবা
তোমাক হেরুবাই পাথর হিয়া
মন যায় মন যায় মন যায়…
মন যায় মোরো মন যায়
মন যায় মোরো মন যায়…
সুখী হৈয়ে রোবা মোর অবিহনে
এয়া মোরে শুভকামনা
লাহে লাহে আঁতরাই আনি ল’লো
মই মুখ তোমার পরা
কিনো হ’ল
সপোন সপোনেই র’ল
সাধনা আজি যে আধরুবা হ’ল
মন যায় মন যায় মন যায়…
মন যায় মোরো মন যায়
মন যায় মোরো মন যায়…
চকুত চকু থ’ব মন যায়…

গত নিশি কোথায় ছিলে
ও বাঁকা শ্যাম
প্রভাতে জ্বালাতে এলে কেনে
প্রভাতে জ্বালাতে এলে
গত নিশি কোথায় ছিলে
নিঠুর কালিয়া সোনারে সোনা
গত নিশি কোথায় ছিলে।।
আসিবে শ্যাম বলে তুমি
কথা দিয়া ছিলে
রজনি পোহাইয়া গেল
তুমি না আসিলে।।
সারা নিশি জাগিয়া
মালাটি গাঁথিয়া
ছিঁড়ে ফেলেছি সকালে
কঙ্কনেরও দাগ তোমার
অঙ্গেতে লেগেছে
কোন নারীর হার তোমার
গলেতে ঝুলেছে।।
ঢলঢল আঁখি
কালি পরা দেখি
সিঁদুর মেখেছে কপালে
ও নিঠুর নিদারুন শ্যাম
তোমারি কারণে আমি
সব কিছু হারালাম
সব কিছু হারালাম।।
লীলা কেঁদে বলে
ভাসি নয়ন জলে
জীবনটা গেল বিফলে

খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না

খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না
রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না।
দেখ কতো বিজ্ঞাপনে
বাহারি সব নাচে-গানে
বলছে সেরা গুণে-মানে
এই পণ্যের নাই তুলনা
গুঁড়ো দুধে ক্ষুদে জগ
ওয়ান নিলে পাবে থ্রি
বাকি তিনটাই ফ্রি
নিজের ঢাক নিজে পেটালেও আসল ছাড়া চলে না
আবার যার দোকানে খাঁটি জিনিস
দরজা খোলার সাথেই ফিনিশ্‌
বিক্রি করতে পদ্মার ইলিশ
বিজ্ঞাপন তো লাগে না।
খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না।।
দেখ কতো মৌসুমী নেতা
লক্ষ্য যাদের ভোটে জেতা
গলাবাজি যেথা-সেথা
প্রতিশ্রুতি দেয় ম্যালা
বলে রাস্তাটা পাকা করে দেবো
চাল-গম-ধান দেবো
ভোটের পরে এই নেতাদের খুঁইজা তুমি পাইবা না
আবার শোনো ভালো নেতার গল্প
কাজ বেশি তাঁর কথা অল্প
এমন নেতার নাই বিকল্প
জনগনে ভোলে না।
খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না।।
দেখ কতো পার্কের গাছের তলায়
ভালোবাসার ঝড় বয়ে যায়
মুখ ব্যথা হয়ে হাজার কথায়
তবু কথা ফুরায় না
বলে ভালোবাসি ভালোবাসি
হয় যদি হোক ফাঁসি
মাথা রেখে ওই বুকে
ডরাবো না মৃত্যুকে
আবার টায়ার ফাটার শব্দ শুনে পালায় নিজের জান নিয়া
দেখ চণ্ডীদাস আর রজকিনী
তারা প্রেমের শিরোমণি
বুকে ভালোবাসার খনি
মুখে কথা ছিল না।।
————————

খুব জানতে ইচ্ছে করে

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।
শিল্পীঃ মান্না দে।

Monday, June 18, 2012

                                                                      


যখন তুমি আমার জীবনে ছিলে, তোমাকে কখনো গুরুত্ব দেই নি
ভাবতাম তুমি অকারনে বড় বিরক্ত করো।
কথায় কথায় ফোন করা,
এখন আর কেও ছোট ছোট কথায় বিরক্ত করে না......
কিন্তু কেন যেন আজকাল খুব বিরক্ত হতে ইচ্ছা হয়।
তোমার ছোট ছোট আবদার গুলো পালন করতে ইচ্...ছা হয়।
তোমায় তোমার মত করে ভালবাসতে ইচ্ছে হয়।
জানি আজ তুমি আমার নও। কারো সংসার নিজের মত করে গুছিয়ে নিয়েছ।
ময়্নাপাখি আমি এও জানি তুমি আমায় এখনও ভালোবাসো।
... কিন্তু এখন আর ফিরে আসবে না। কারন তুমি ওয়াদা করলে তা পালন করো
তাইতো আমায় করা ওয়াদা পালন করতে তুমি আজ অন্য কারো ঘরের গৃহিণী।
হয়ত এখন তুমি ভালোই আছো। অথবা কারো বুকে মাথা গুঁজে চোখের জল ঢাকো।
তখন বুঝিনি আমি তোমার মর্ম, আর এখন শুধু চোখের জলে লিখে যাই ফিরে এসো........................
জানি তুমি আসবে না, তবু মন তোমার অপেক্ষায় আছে,
যদি পার অভাগাকে মাফ করে দিও..............