Tuesday, November 27, 2012

-Can u cry under water? -Do fish ever get thirsty? -Why don't birds fall off trees wen they sleep? -Why is it called building when its already built? -When they say dogs food is new n improved in taste, who tastes it? -If money doesn't grow on trees then why banks have branches? -Why does a round pizza come in a square box? -Why doesn't glue stick 2 its bottle? -'I Love U' this sentence isn't a question then why does it needs an answer?

Monday, November 26, 2012

একদিন ছাড়াছা্ড়ি হবে তখন যেনো আমার কথা ভুলে যেও না।একসময় থেমে যাবে সব কোলাহল ঘুমিয়ে পরবে ধরণী।আকাশের সবচেয়ে উজজল তারাটা মিটমিট করলে বুঝবে আমি তোমায় ডাকছি।সে রাতে তুমি জেগে থেকো ঘুমিয়ে পড়োনা।আর হ্যা ফুলের ঘ্রাণ পেলে বুঝে নিও আমি আসছি।আর যদি কোকিল ডাকে বুঝে নিও আমি আর বেশি দুরে নেই।তারপর হঠাৎ ফুরফুরে বাতাস তোমার গায়ে লুটিয়ে পরলে বুঝে নিও আমি চলে এসেছি।সে রাতে তুমি ঘুমিয়ে পড়োনা জেগে থেকো।

Friday, November 23, 2012

আমি যখন মারা যাবো, তখনও আমার মনের সর্বস্ব দিয়ে শুধু তোমায় ভালোবেসে যাব। ওই দূর আকাশ থেকে শুধু তোমায় দেখে যাব, আর তোমার জন্যে প্রার্থনা করব। যখন দেখব তুমি হাসছ বুঝে নেব আমাদের মধুর স্মৃতিগুলো মনে করে হাসছ। যখন দেখব তুমি কাঁদছ বুঝে নেব আমায় কাছে না পাওয়ার যন্ত্রণা তোমায় পোড়াচ্ছে। মৃত্যুর পরের জগতেও আমার চিন্তা চেতনায় শুধু তুমি রবে। যখনই তুমি আমায় ভাববে বুঝে নেব আমি কখনও কাওকে ভালবাসা দিতে পেরেছিলাম। কিন্তু মনে একটা প্রশ্ন আসে, যখন আসলেই আমি মারা যাব? তুমি কি ভাববে আমার কথা? যে চোখ আমায় দেখে কখনও হেসেছে সেকি কখনও আমার কথা ভেবে কাঁদবে। তখন কি তোমার মনে পরবে কখনও আমরা হাত ধরে নদীর পাশে হেঁটেছি? মনে পরবে একসাথে কতযে কথা কতনা গান গেয়েছি? যখন আমি মারা যাব তখনও কি আমায় এভাবেই ভালবাসবে? জানি জীবন কারো জন্যে থেমে থাকে না। তোমার জীবনও জীবনের নিয়মে এগিয়ে যাবে। আমি চাইনা তুমি আমায় ভেবে জীবনকে থামিয়ে রাখ। চাইনা আমার কবরে যেয়ে একটি গোলাপ দিয়ে এসো, চাইনা আমার জন্য এতটুকুও অশ্রু ঝরাও। শুধু এটুকু চাই। কোন এক ভোরে ঘুম ভেঙ্গে আমায় মনে পরলে আকাশ পানে চেয়ে একটু হেসে বোলো "তোমাকে এখনও অনেক ভালোবাসি।"

Thursday, November 22, 2012

উওর-পশ্চিম এলাকা শ্যামলী ও তার তৎসলগ্ন অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উওর-পূর্ব মিরপুর থেকে সরে গিয়ে স্থলভাগের উপর দিয়ে আসাদগেট ও সাইন্সল্যাব এলাকা অবস্থান করছে। রাকার মনের বন্দর ও তার ভাই আল-ইমরানের মনের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভবনা আছে। মিরপুর এলাকা কতৃর্ক প্রদত্ত সকল কল, মিস কল এবং মেসেজ এমন কি ইলেকট্রনিক মেইল সমূহকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্তক থেকে প্রেরণ করার নির্দেশ দেওয়া হল।
কখনো কি ভেবেছ তুমি কি কখনো রাতের অন্ধকারে আকাশের তারা দেখেছ দেখেছ কি অন্ধকার আকাশে তারাদের উজ্জলতা কখনো কি ভেবেছ একদিন আমিও হারিয়ে যাব সেখানে কখনো কি খুজবে আমায় আকাশের হাজারো তারাদের মাঝে তুমি কি কখনো সমুদ্রের গভীরতা আর বিশালতা দেখেছ কখনো কি চোখে পড়েছে তোমার সেই সমুদ্রের অহঙ্কার কখনো কি শুনেছ তার সেই ভয়ঙ্কর গর্জন কখনো কি ভেবেছ একদিন সে আমাকেও ডেকে নিবে তার বুকে তুমি কি মেপেছ কখনো আমার মনের ভালোবাসার গভীরতা কখনো কি ভেবেছ আমাদের এই পরিনতির কথা কখনো কি জানতে চেয়েছ তুমি আমার কাছে কতটুকু প্রিয় মৃত্যুর কাছে জীবনটা যতটা প্রিয় তার থেকেও অনেক বেশি
যেমনি করে ........... তুমি কি ভাবো না একাকী বসে আনমনে আমার কথা যেমনি করে আমি ভাবি তুমি কি কাঁদ না একাকী বসে গভীর রাতে আমায় মনে করে যেমনি করে আমি কাঁদি কখনো কি কাটে না রাত নিদ্রাবিহীন আমায় ভেবে যেমনি করে আমি কাটাই কখনো কি আসে না জল চোখের কোনে আমায় মনে করে যেমনি করে আমার আসে
একবার ফিরে এস একবার ফিরে এস যা হবার হয়ে গেছে পুরানো সে কথা তুলবোনা আমি আর সব ভুল বুঝাবুঝি ফেলব মিটিয়ে বিক্ষত হৃদয়ে বলো কত সহ্য করা যায় । বিলাসী এ নগরে কৃত্রিম জলসাঘরে কি লাভ এভাবে অনাহারে থেকে কি আনন্দ মোহে তুমি মিথ্যা মরীচিকার পিছে দেউলিয়া হয়ে দ্বিধাহীন ঘুরে মরো । সমগ্র দীনতা রাজি হাসিমুখে ঢেকে আবার আলোর গানে ঠিকানা পেরিয়ে নতুন সাগর দ্বীপে অজানা রত্নের খোজে চলো দেই পাড়ি সব কিছু ভুলে । পেছনে থাক পড়ে জরাজীর্ন পরিবেশ ভয়ংকর দুঃসাহসে সব বাধা পায়ে ঠেলে দুর্বার জমাই পাড়ি দূরন্ত উজানে সব হারাদের অশ্রু ঝরেনা যেখানে।।
প্রেম পত্র প্রিয়া, প্রথমে এক বোতল সালফিউরিক এসিডের শুভেচ্ছা রইল। প্রিয়া আমি তোমাকে ভালোবাসি আর এ ভালোবাসা F=ma এর মতই চিরন্তন সত্য। তোমার প্রতি আমার ভালোবাসা স্প্রিংনিক্তিতে মাপা সম্ভব নয়। প্রথম যেদিন তোমাকে দেখি আমার হৃদয়ে প্রেমের ট্রান্সফরমার তোমার হৃদয়ের এ.সি. তড়িত প্রবাহের জন্য অপেক্ষা করছে। তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় লিফট পাম্পের মতো উঠা নামা করে, বন্ধ হয়ে যায় আমার মনের গিয়ার চাকা। আর যখন তোমাকে দেখতে পাই তখন নিজেকে হিলিয়াম গ্যাসের মতো হাল্কা মনে হয়। আমার মনের পিকচারটিউবে শুধুই তোমার ছবি। ওগো আমার বিটোমিন, ওগো আমার সোডিয়াম কার্বনেট, ওগো আমার ফ্যানেল তুমি আমার প্রেমের হাইড্রোকার্বনের বুদবুদ শুনতে পাওনা, তুমি আমার নাইট্রোগ্লিসারিনের মতো ভালোবাসা বুঝতে পারনা। তবে কেন তুমি নিস্ক্রিয় গ্যাসের মতো আচরন কর। ওগো আমার অক্সিজেন টিউব, কার্বমনোক্সাইড ভড়া এই পৃথিবীতে তোমার প্রেমের বিশুদ্ধ অক্সিজেন দিয়ে আমায় বাচাও। এসো আমরা দু’জনে আমাদের হৃদয়ের জারন-বিজারন ঘটিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হই। দু’জনে মিলে সমন্বিত বর্তনীতে পরিবর্তীত হই। আমার প্রেমের জেনারেটর কোনদিনও নষ্ট হবে না। যদি তোমার প্রেমে কোনদিন মরিচা পড়ে, তাহলে আমারা নতুন করে গ্যালভানাইজিং করে নিব। প্রিয়া বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার ৩য় সূত্রে বলেছেন-“প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত মূখী প্রতিক্রিয়া আছে” তবে কি আমার এই প্রেম পত্র তোমার মনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তোমার...........HUTUM PECHA T

Wednesday, November 21, 2012

১। প্রথমে http://www.facebook.com এ যান তারপর forgot password এই লিংকে ক্লিক করুন।
২।এখানে যার প্রোফাইল হ্যাক করবেন তার ইমেইল অথবা ইউজার নেম বসিয়ে দিয়ে search অপশন ক্লিক করুন। যার প্রোফাইল হ্যাক করবেন তার account show করবে। this is my account এই লিংকে এন্টার চাপুন।
৩।এখন যেই পেজ টি আসবে সেখানে “No longer have access to these” এই অপশনে ক্লিক করুন।
৪। তারপর যে পেজ আসবে সেখানে আপনার একটা নতুন ইমেইল আইডি বসাবেন।
ফেসবুক আপনাকে Security question করবে , চিন্তা করার কিচু নাই আপনি ৩ বার ভুল উত্তর দিবেন।
এরপর এই পেজে চলে যাবেন
৫. আপনার আসল হ্যাকিং শুরু হবে এখন । এই পর্যায়ে ফেসবুক ৩ জন ব্ন্ধু সিলেক্ট করতে বলবে। তাই আপনাকে আগেই তিনটি ফেক আ্যাকাউন্ট খুলতে হবে। এবং যার আ্যাকাউন্ট হ্যাক করবেন তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো লাগবে। ফেসবুক এই ৩ টা আ্যাকাউন্ট এ পাসোর্য়াড কোড পাঠায় দিবে যা কিনা আপনারই ফেক আ্যাকাউন্ট । আপনি ৪ নং ধাপে যে ইমেইল টা দিয়েচিলেন সেটাতে ফেসবুক Password Recovery Email পাঠাবে। ব্যাস আপনি পেয়েগেলেন পাসওয়ার্ড। Note: The victim will be emailed about the password change. So, this method of hacking Facebook account is useful only for those whose victim does not check emails regularly. *আশা করি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না
ভালবাসায় অনেক কস্ট, ভালবাসায় অনেক কস্ট, কাল সাপের কামড়ে আর কি হয়? মৌচাকে ঢিল ছুড়েও বাচা যায়। কিন্তু.... নীল প্রজাপতির ছোবলে আর বাচা যায় না।। যন্ত্রনায় হৃদয় নীল হয় ঘাস ফড়িংয়ের মত।। মনের মধ্যে ঘুরে ফিরে বসত করে বেদনা গুলি। একটা টান বার বার নিয়ে যায় ওপার থেকে ওপারে। একেই কি ভালবাসা বলে? আমি জানিনা জানতেও চাইনা। শুধু জানি তাকে ছাড়া আমার চলবেনা। যার ছায়ায় আমি বেচে থাকি প্রতিদিন তার জন্য প্রতিক্ষা করি আরেকটি ভোরের।। এ যে কত বড় কস্ট ভেঙ্গে যায় বুকের পাজর চাপা কান্না ডুকরে উঠে প্রান্তরে প্রান্তরে। তুবও ভালবাসা চাই, কস্ট চাই, ভালবাসা আসলেই কষ্ট।। আবারও বলি ভালবাসা আসলেই কষ্ট।

Sunday, November 18, 2012

86 Years Old Of Marriage ! 105 and 101 years old Real Love ♥ 1 Like = 1 Congratulations :)

Saturday, November 17, 2012

তুমি জান না, তোমার ছোট ছোট কথায় কতবার যে তোমায় নতুন করে ভালবেসেছি। ভালোবাসো, কথাটি শোনার জন্য কতটা রাত অপেক্ষা করেছি। তুমি বোঝো নি তোমার অবহেলাতেও আমি ভালোবাসা খুজেছি। কত রাত তোমায় ভেবে ভেবে একা কাটিয়েছি। আমার নিঃসঙ্গতায় তুমি আমার একমাত্র সাথী ছিলে, আমার সারা পৃথিবী জুড়ে শুধু তুমি ছিলে, আছো এবং থাকবে
ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে তৈরি করুন নিজের একটি ব্লগ ইন্টারনেটে স্বাধীনভাবে মত প্রকাশের জন্য ব্লগের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আর তাই আজকাল প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারী চায় নিজের একটি ব্যক্তিগত ব্লগ থাকুক। অনেকেই ঠিক বুঝতে পারেন না কোন যায়গা থেকে শুরু করবেন। আবার অনেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর বই এবং ব্লগ ঘাটাঘাটি করেও শেষ পর্যন্ত তৈরি করতে না পেরে হাল ছেড়ে দেন। ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে আপনি ইচ্ছে করলে সহজেই একটি ব্লগ তৈরি করতে 2010-07-30_205347 পারেন। আর এটি তৈরি করতে ১ ঘন্টার বেশি লাগবে না। এবার আসা যাক মূল টিউটোরিয়াল এ … ফ্রী হোস্টিং এবং ব্লগ সার্ভিস এর জন্য আমরা ব্যবহার করবো Blogger.com আর ফ্রী ডোমেইন এর জন্য ব্যবহার করবো co.cc ব্লগ তৈরি করা আশা করি আপনাদের সকলেরই একটি গুগল একাউন্ট (জি-মেইল) আছে। আর না থাকলে www.gmail.com থেকে একটি খুলে নিতে পারেন। এরপর www.blogger.com এ যান। সেখানে আপনার জি-মেইল এর ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এরপর ব্লগার ড্যাসবোর্ড আসবে এবং সেখানে Create a Blog এ ক্লিক করুন। তারপর নিচের মত একটি পেইজ দেখা যাবে। এখানে ইচ্ছে মত আপনার ব্লগের একটি নাম দিন। 2010-07-30_124036 তারপরের ঘরে ব্লগের জন্য একটি এড্রেস লিখুন। এই এড্রেস ব্রাউজারে লিখেই সবাই আপনার ব্লগে প্রবেশ করতে পারবে। এটি বড় হলেও কোন সমস্যা নেই। কারন আমরা এই এড্রেস ব্যবহার করবো না। co.cc থেকে ছোট একটি ফ্রী ডোমেইন ব্যবহার করা হবে ব্লগ এড্রেস হিসেবে। এড্রেস লিখে Continue বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে আপনাকে আপনাকে ব্লগের জন্য একটি টেমপ্লেট সিলেক্ট করতে বলবে। পছন্দমত যেকোন একটি টেমপ্লেট সিলেক্ট করে Continue তে ক্লিক করুন। এরপর আপনার ব্লগ তৈরি হয়েছে, এরকম একটি বার্তা দেখা যাবে পরের পেইজে। সেখানে Start Blogging বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত একটি পেইজ দেখা যাবে। 2010-07-30_125248 সেখানে View Blog লিংকে ক্লিক করে আপনি আপনার সদ্য তৈরি করা ব্লগটি দেখতে পারেন। আর পোস্ট এডিটরে টাইটেল এবং কিছু লেখা লিখে Publish Post বাটনে ক্লিক করলে আপনার ব্লগে দেখা যাবে। ব্লগ তৈরির কাজ মোটামুটি শেষ। এটিকে পরে আপনি আপনার পছন্দের ডিজাইন ও কন্টেন্ট দিয়ে আরও আকর্ষনীয় করে তুলতে পারবেন। ডোমেইন রেজিস্ট্রেশন এবং সেটাপ ডোমেইন রেজিস্ট্রেশন এর জন্য প্রথমে co.cc ওয়েব সাইটে যান। সেখানে নিচের মত একটি ইউআরএল লেখার বক্স 2010-07-30_184634 দেখতে পাবেন। সেখানে আপনার পছন্দের একটি নাম দিন। আর এটিই পরবর্তীতে আপনার ব্লগের ডোমেইন নেইম হবে। যেমনঃ www.eBooksDock.co.cc তবে আপনি যে নামটি নিতে চান সেটি অবশ্যই খালি থাকতে হবে। অর্থাৎ আপনার আগে কেউ যদি আপনার পছন্দের নামটি রেজিস্ট্রেশন করে ফেলে, তাহলে আপনি আর সেটি নিতে পারবেন না। নাম লিখে Check availability বাটনে ক্লিক করুন। এরপর এরকম একটি পেইজ দেখা যাবে 2010-07-30_185205 এখানে Continue to registration বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে লগিন করতে বলবে। আপনার যেহেতু 2010-07-30_194626 একাউন্ট নেই সেহেতু Create an account now লিংকে ক্লিক করে নতুন একটি একাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করলে আপনার রেজিস্ট্রেশন করা ডোমেইনটি দেখতে পাবেন। এরপর ডোমেইনটিতে ক্লিক করুন। পরের পেইজে ডোমেইনের পাশে থাকা Set Up বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবির মত দেখতে পাবেন এবং সেখানে Zone Record রেডিও বাটনে ক্লিক করুন। 2010-07-30_200032 এরপর Add a record ফিল্ডে প্রথম বক্সে অর্থাৎ Host এর বক্সে www সহ আপনার ডোমেইন নেইম লিখুন। 2010-07-30_200458 এরপরের বক্সটি যেভাবে আছে সেভাবে রাখুন। পরেরটিতে CNAME সিলেক্ট করুন। শেষ বক্সটি অর্থাৎ Value এর পাশে ghs.google.com লিখে Set up এ ক্লিক করুন। নাহ … এখনো শেষ হয়নি। আর একটু কাজ বাকি আছে :( এবার আবার আপনার ব্লগার একাউন্ট এ লগিন করুন। আর লগিন করা থাকলে Settings > Publishing এ ক্লিক করুন। পরের পেইজে Custom Domain লিংকে ক্লিক করুন। এরপর যে পেইজ আসবে সেখানে Switch to advanced settings এ ক্লিক করুন। এরপর এডভান্সড সেটিংস পেইজ আসবে এবং সেখানে প্রথম বক্সে আপনার ডোমেইন নেইম www সহ লিখে একদম নিচের ওয়ার্ড ভেরিফিকেশন বক্সটি পূরন করে Save Settings এ ক্লিক করুন। পরের পেইজেও একই কাজ করুন এবং Redirect Robott.co.cc to www.robott.co.cc এর পাশের চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Save Settings এ ক্লিক করুন। ব্যাস। আর কষ্ট করতে হবে না :) উদাহরন হিসেবে একই ভাবে তৈরি করা এই ব্লগটি দেখতে পারেনঃ www.ebooksdock.co.cc
নিজেই তৈরি করুন ফ্রী এসএমএস পাঠানোর একটি ওয়েবসাইট সবাই কে সালাম জানিয়ে আমার ২য় পোস্ট করলাম । সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজ অনেক দিন পর লিখছি। ফ্রী ইন্টারনেট ব্যবহার করার কৌশল নিয়ে আমার প্রথম লেখায় আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, যদিও লিখাটির কার্যকারিতা আপাতত তেমন একটা নাই। লেখাটি যারা আমার প্রথম লেখা টিকে ভাল এবং মন্দ যে যে ভাবে নিয়েছেন তাদের সবাইকেই আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। free-sms আজ আমি আপনাদের সাথে যে জিনিস টি শেয়ার করব তা হল ফ্রী এসএমএস পাঠানোর জন্য একটি ওয়েব সাইট বানানো। তবে হা কেউ অনুগ্রহ করে ব্যবসায়ীক উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না। খুব সহজেই আপনি এটা করতে পারেন। ইতোমধ্যে হয়ত এখানে অনেক এই জানেন আর যারা যানেন না তাদের জন্য আজকের আমার এই লেখা। বিশেষ করে অনেকে আমাকে অনুরুধ করেছেন জিনিস টি শেয়ার করার জন্য। আর হা এটা শুধু গ্রামিনফোন ইউজার দের জন্য। এবার মুল কথাই আসি, ফ্রী এসএমএস এর একটি ওয়েব সাইট বানাতে মাত্র ২টি ফাইল প্রয়োজন হবে। ফাইল ২টা ডাউনলোড করতে এখানে ক্লিক করেন। ডাউনলোড করার পর ফাইল টা আনজিপ করে “sendSMS” এই ফাইল টা খুলুন। এরপর যথাক্রমে AloAshbei Username,Password,Your registered number লিখুন। নিছের ছবি টি দেখেন এবং ছবির মত করে ৪ জায়গায় পরিব্ররতন করে সেভ করেন। তার পর আপনার ওয়েব সাইট এ ফাইল ২টি আপলোড করেন। এখন AloAshbei তে রেজিস্টার করতে http://goo.gl/UDhil এখনে যান। সব ঠিক ঠাক মত পুরন করেন একাটা মেইল এর মাধ্যমে কনফারমেশন লিঙ্ক পাঠানো হবে তাতে ক্লিক করেন। Edit profile এ ক্লিক করেন। তার পর Developer Test phone এ যান। Change Test Phone: এর নিছে আপনার GP (88017XXXXXXXX) নাম্বার লিখে সেইভ করুন। আপনার মোবাইল এ একটা কোড আসবে সেইটা লিখে কনফার্ম করুন। এই আপনার কাজ শেষ। এখন থেকে ফ্রী এসএমএস পাঠান যে কোন GP নাম্বার এ। আমি ধন্যবাদ যানাচ্ছি AloAshbei এর সাথে জরিত সকল ডেবলপারদের এবং Grameenphone কে। সবাই ভাল থাকবেন। আমি সব সময় ভাল থাকি। যদিও জীবনে ২ বার খারাপ ছিলাম। সবাই দোয়া করবেন আমি যেন এরকম ভাল থাকতে পাড়ি। খোদা হাফেজ
চমৎকার সব গ্রাফ, চার্ট অথবা ডায়াগ্রাম তৈরি করুন অনলাইনে কোন কিছুর দৃশ্যমান উদাহরন অথবা তুলনামুলক চিত্র দেখানোর সময় গ্রাফ অথবা চার্ট ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন অথবা ওয়েব সাইটে ব্যবহারের জন্য বার চার্ট, পাই চার্ট, ভেন ডায়াগ্রাম অথবা ব্যবসায়িক টেবিল ইত্যাদি সহজেই তৈরি করতে পারেন আপনি অনলাইনে। এ কাজের জন্য কোন মাপ-জোক অথবা প্রোগ্রামিং জ্ঞানেরও প্রয়োজন নেই। Chartle.net এর সহজ ইন্টারফেস ব্যবহার করে আপনি নিমেষেই তৈরি করতে পারেন আপনার কাঙ্খিত চার্ট, গ্রাফ অথবা ডায়াগ্রাম। 2010-03-26_200754 প্রথমেই Chartle.net ওয়েব সাইটে যান। এরপর পেইজের নিচের দিকের Create লিংকে ক্লিক করুন।এরপর নতুন একটি উইন্ডো খুলবে এবং এটি লোড হতে কিছুটা সময় লাগতে পারে যদি ইন্টারনেটের স্পীড কম হয়। এই পেইজটির একদম উপরের দিকে Bar, Pie, Line ইত্যাদি ট্যাব দেখা যাবে। 2010-03-26_203954 ট্যাবগুলোর নিচে থাম্বনেইল আকারে চার্ট অথবা গ্রাফ এর ধরন এবং প্রিভিউ দেখা যাবে। আপনি যে ধরনের ডিজাইনে তৈরি করতে চান তাতে ক্লিক করলে নিচে আরও কিছু অপশন দেখা যাবে এবং কোন কিছু পরিবর্তন করলে ডান পাশে এর প্রিভিউ দেখা যাবে। 2010-03-26_205004 চার্ট তৈরি করা শেষ হলে Publish, Share or Embed বাটনে ক্লিক করুন। এরপর একটি উইন্ডো খুলবে এবং এতে চার্টের নাম, প্রস্তুতকারকের নাম এবং বর্ননা দিয়ে পাবলিশ বাটনে ক্লিক করুন। পরবর্তী পাতায় আপনার তৈরি করা চার্ট বা গ্রাফটি ইমেজ আকারে দেখা যাবে। ওয়েব সাইট অথবা ব্লগে এম্বেড করার জন্য এইচটিএমএল কোডও এখানে পাবেন। এরপর আপনি ইমেজটি সেইভ করে অথবা কোড কপি করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।
নিজের মোবাইল থেকেই আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠান বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার সাইট এর অভাব নেই কিন্তু তারা এসএমএস ফ্রি দিলেও তাদের সাইট থেকে এসএমএস করতে ইচ্ছা করেনা। কারন ওরা এসএমএস এর সাথে ওদের সাইট এর এডভারটাইজ এর লিঙ্ক যুক্ত করে দিয়ে থাকে যার ফলে এস. এম .এস এর প্রাপক সহজেই বুঝতে পারে যে এস. এম. এস টি ইন্টারনেট থেকে ফ্রি পাঠানো হয়েছে । আর এসব সাইটে বার বার ঢুকে এস এম এস করতেও ভাল লাগেনা আবার বেশিরভাগ সাইট থেকে মুবাইল দিয়ে এস এম এস করা যায়না। আর এসব সাইট থেকে এস এম এস করলে প্রাপক সহজে বুঝতেও পারেনা যে আপনি তাকে এস এম এস করেছেন কারন আপনার নম্বর তার কাছে দেখাবেনা । কিন্ত এখন থেকে আর ফ্রি এস এম এস করতে ফ্রি এসএমএস সাইটে ঘুরতে হবে না, কম্পিউটার থেকেও এস এম এস করতে হবেনা। মুবাইল দিয়েই করবেন তাও আবার কোন সাইটে প্রবেশ না করেই একটা ইন্সটেন্ট এস এম এস মেসেঞ্জার দিয়ে প্রতিদিন ১০ টি করে একটি ID দিয়ে এবং এখন থেকে আপনার প্রিয় নম্বরটিই সেন্ডার নম্বর হিসেবে প্রাপক এর কাছে যাবে । সফটওয়ারটির নাম বিনু এস এম এস সেন্ডার । এটি ডাওনলোড এবং ইন্সটল করার প্রক্রিয়া অনেক সহজ তাই ওসব নিয়ে আর কিছু বলতে চাচ্ছিনা । তাহলে মনে হয় এখন আপনার মনে প্রশ্ন হল ১০ টি করে প্রতিদিন হলে আনলিমিটেড কিভাবে ? হা আনলিমিটেড ই । আপনি আপনার মুবাইল নম্বর দিয়ে একবার একাওন্ট করে করে ১০ টি এস এম এস পাটাতে পারবেন তাই নিশ্চই আপনার সিম একটি নয় যদি আপনি বাংলাদেশের নাগরীক হন । তাইনা ? আর যদি সিম একটিই থাকে তাহলেও কোন সমস্যা নেই আপনি মেসেঞ্জার এর menu তে গিয়ে Account এ যান । তারপর আবার মেনুতে গেলেই পেয়ে জাবেন account delete . আপনার ১০ টি এস এম এস সেশ হয়ে গেলে একাওন্ট ডিলিট করে দিন এবং আবার একাওন্ট বানান । আর একাওন্ট বানাতে হলে অন্যান্য একাওন্ট এর মত এত ঝামেলা করে বানাতে হবেনা । শুধু মাত্র আপনার ইউজারনেম ও মোবাইল নম্বর দিলেই হবে যেটি দিয়ে আপনি লগিন করবেন । এভাবেই আনলিমিটেড এস এম এস পাটান একদম ফ্রি icon biggrin এবার আনলিমিটেড ফ্রি এস.এম.এস করুন নিজের মোবাইল নম্বর থেকেই !! | Techtunes তাহলে আর দেরি করে কি লাভ ? সুরু করে দিন নিজের নম্বর থেকে ফ্রি এস এম এস করা । সরাসরি মুবাইল দিয়ে http://developer.binu.com/dc/1/binu_v.jad এখানে ক্লিক করে ইন্সটল করুন । অথবা http://m.binu.com/ অথবা http://www.binu.com/sms/ এখানে গিয়ে আপনার মুবাইলের জন্য উপযোগী সফটওয়ারটি ডাওনলোড করুন। ডাওনলোড করে ইউজার নেম দিন আর আপনার মুবাইল ভেরিফাইড করুন মুবাইলে প্রদত্ত পিন কোড নম্বর দিয়ে । আশা করি আপনাদের ভাল লাগবে । আর এটি অনেকেই হয়ত আগে থেকে জানেন । যারা না জানেন এখনো তাদের উপকার হবে মনে করে টিউনটি করলাম । ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন । ভাল থাকবেন । বোনাস ! বোনাস হিসেবে আরেকটি তথ্য শেয়ার করছি। যারা অনলাইলে টাকা কামানোর চেস্টায় আছেন বা কামাচ্ছেন তারা হয়ত বেশির ভাগই নিজেদের কস্ট করে আয় করা ডলারকে এখনো নিজের চোখে দেখতে পারেনি বা হাত দিয়ে স্পর্স করতে পারেনি । কিন্ত আপনি আপনার প্রতিদিনের অবসর সময় টুকুতে যদি খুব সহজ ও মজার ৪ টি কুইজ এর সঠিক উত্তর দিয়ে মুবাইলে ফ্লেকজি লোড পান তাহলে কেমন হবে বেপার টা ? হয়ত মন্দ হবেনা । তাহলে এখনই রেজিস্ট্রেশন করে কুইজে অংশ নিতে এখানে যান http://bit.ly/kIHUlX আর আরও ভাল ভাবে জানতে ওদের ফেইজবুক ফেন পেইজে জয়েন করতে পারেন এখানে www.facebook.com/Tkquiz খোদা হাফেজ!
অনলাইনে সহজেই তৈরী করুন নিজের ফ্রী টিভি চ্যানেল! আমরা অনেকেই অনলাইন ঢিভি চ্যানেলের সাথে খুব একটা পরিচিত নই। কেননা বাংলাদেশের কম গতিসম্পন্ন ইন্টারনেটের কারনে অনলাইন টিভি চ্যানেলগুলো, এমনকি ভিডিও ঠিকমত দেখা যায় না। তবে বর্তমানে বাংলাদেশে ওয়াইম্যাক্স ও বিভিন্ন দ্রুত গতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আসায় সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। তাই এখন আসুন, নিজেরাই তৈরী করি অনলাইন টিভি চ্যানেল! খুব সহজেই অনলাইনে তৈরী করা যায় নিজের ফ্রী অনলাইন টিভি চ্যানেল। এজন্য প্রথমে WorldTV ওয়েব সাইটে যান। এরপর কিছুক্ষন লোড হওয়ার পর একটি পেইজ আসবে, সেখানে Continue তে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত একটি পেইজ আসবে এবং সেখানে যে ভিডিও গুলো আপনার চ্যানেলে দেখাতে চান সেগুলোর লিংক দিন এবং Next বাটনে ক্লিক করুন। পরের ধাপে আপনার চ্যানেলের জন্য পছন্দমত একটি নাম দিন। একটি নাম এভেইলেবল না থাকলে অন্য একটি দিয়ে চেস্টা করুন। এরপর আপনার টিভি চ্যানেলের জন্য লোগো নির্বাচন করে Next এ ক্লিক করুন এবং আপনার ই-মেইল এড্রেস দিন। ব্যাস, আপনার টিভি চ্যানেলটি তৈরি হয়ে গেছে :) সেখান থেকে Next এ ক্লিক করে আপনার এডিটর পেইজে যান এবং প্রয়োজনীয় সেটিংস ঠিক করুন। আপনার ওয়েব সাইটে টিভি চ্যানেল এড করার জন্য এডিটর পেইজের উপরের ট্যাবগুলোর সাহায্য নিন। Standard অথবা iFrame এমবেড থেকে যেকোন একটি বেছে নিয়ে আপনার সাইটে যুক্ত করতে পারবেন। এবার আপনার অনলাইন চ্যানেলটি ভিজিট করে দেখুন আপনার দেয়া ভিডিওগুলো পর্যায়ক্রমে প্লে হচ্ছে। উদাহরন হিসেবে এই টিভি চ্যানেল http://www.bdwebtv.tk ভিজিট করে দেখতে পারেন।

Thursday, November 15, 2012

Make XP or Vista look like Windows 7 By James Thornton Email of James Thornton on 20 October, 2009 The good news is that Windows 7 is out this week and it looks awesome. The bad news is there's a global financial crisis going on, it's nearly Christmas, and upgrading to the new operating system is expensive. Don't worry your pretty little head about this, because you can still experience Windows 7 without actually paying any money, by installing themes and apps that will make your copy of XP or Vista look and feel like the new Microsoft OS. Here's what you need: Themes and styles The most obvious place to start is by installing a theme or a style to mimic the Windows 7 GUI. These programs alter things like the Taskbar, Start menu, windows, and fonts, to make XP or Vista behave like Windows 7. The SevenVG RC Theme for XP is one of the better ones, and includes a wallpaper manager, along with a tool for reducing the size of the program window title bar with a single click. Windows 7 Style Windows 7 Style for Vista brings the elegance of version 7 to your Vista PC. The small utility changes things like the height of the System Tray and displays icons for running programs in the tray without the text. Windows 7 Style for Vista also alters the look of the Start menu and comes with a whole bunch of smart new Windows 7 icons. The addition also of the Aero transparency effect helps this style to turn Vista into a work of art. Wallpapers If you want to truly capture the look of Windows 7 then you need to get the right wallpapers. Try the Aero 7 Windows Seven Series I Wallpapers, a collection that includes the gorgeous Aero and Aurora designs at different resolutions. A meatier collection is to be found in the Windows 7 Wallpaper Pack. The striking designs inside this bundle include landscapes, animals, oceans and abstract structures. If none of these please you then you might want to put up this Windows 7 Wallpaper, which pays homage to the new OS in fine style. Wallpapers Icons The revamped icons in Windows 7 look great, and the beauty is that you can replicate them on your current operating system without too much hassle. Simply install the Windows 7 PDC Icons. These new 3D icons look good and are adorned with the same stylish drop shadows and transparencies that you'll find in Windows 7. Icons Screensavers Another thing you can do to help you pass off the new Windows look is to change your screensaver. This Windows 7 Screensaver is compatible with both XP and Vista, displaying the sexy new logo aboard a black background. Great stuff. Screensaver Aero effects One of the things the new version of Windows is being praised for are 'Aero effects' (also found in Vista), that allow you to flick between applications more easily. It is possible to apply this functionality to Windows XP if you install WinFlip. You can use it to switch between apps simply by clicking the WinFlip icon in the System Tray. windows5.jpg Seventh heaven If you can't be bothered to get hold of all of the aforementioned add-ons yourself then just download the Seven Transformation Pack. The pack contains a series of gadgets, fonts, system sounds, icons, cursor, screensaver, and sundry small utilities that will give you the overall Windows 7 look without much fussing around. Be careful with this pack though, because it installing it does seem to slow the system down quite a bit. Pack

Tuesday, November 6, 2012



তোমরা কেউ কি দিতে পারো,
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা............
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায়, অন্যপথে,....................
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে.
ও আমায় ভালোবাসেনি,
অসীম এ ভালোবাসা ও বোঝেনি........
ও আমায় ভালোবাসেনি,
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি..................
তুমি যদি আমার ভাষা হয়ে আমার অস্তিত্ত টিকিয়ে রাখো তো. . . . .আমি তোমার ভাষার ধনী হয়ে তোমার ভাষাকে জীবন্ত রাখবো।তুমি যদি তলোয়ার হয়ে আমার কারণে য্দ্ধ কর তো. . . .আমি ঢাল হয়ে তোমার উপর আসা আঘাত সয়ে নেব।তুমি যদি গোলাপ হয়ে ভালোবাসো তো. . . .আমি গোলাপের কাঁটা হয়ে সারাজীবন তোমার ভালোবাসাকে রক্ষা করে যাব।. . . .শুধু চাই এতটুকু আমাকে কখনো ভাষাহীন করোনা,তলোয়ার হয়ে আমাকেই আঘাত করোনা,আর আমারই হাতে কাঁটা বিধিয়ে আমার রক্ত দিয়ে লাল টুকটুক হয়োনা

Monday, November 5, 2012

বন্ধুরে ,
যখন একা একা লাগে , আমাকে ডাকিস ♥
একাকীত্ব দূর করতে না পারলেও তোর পাশে একা বসে থাকব♥ ♥ ♥

বন্ধুরে ,
যখন কান্না আসবে , আমাকে ডাকিস ♥
অশ্রু মুছে দিতে না পারলেও , তোর পাশে বসে কাদব ♥ ♥ ♥

বন্ধুরে ,
যদি কারো হাতে মাইর খাস কখনও , আমাকেও ডাকিস ♥
তোকে বাচাতে না পারলেও , একলা মাইর খেতে দিবনা ♥ ♥ ♥

বন্ধুরে ,
যখন মরতে মন চাইবে , আমাকে ডাকিস ♥
তোকে আতকাতে না পারলেও তোর সাথে মরতে রাজি ♥ ♥ ♥

তুই যে আমার সোনামণি বন্ধু ♥
যখন মিস করবি , একটু ডাক দিস ♥
বাস্তবে না পারলেও স্বপ্নে এসে দেখা করে যাব ♥ ♥ ♥

যেখানেই থাকিস , ভাল থাকিস বন্ধু ♥


একটা কথা রাখবি ??

একলা কাঁদিস না কখনও ,
যখন কান্না আসবে ,
আমাকেও ডাকিস ,
একসাথে বসে কাঁদবো ♥
ঠিক যেমন এক সাথে বসে আমরা আনন্দ গুলো শেয়ার করতাম ♥
আমার চোখের জলকে তুমি ঠাই দিয়েছিলে তোমার পায়ের নিচে।
অনেক কষ্ট পেয়েছিলাম তাই হয়তো এখন আর চোখে জল নেই,
তাইতো কাঁদতে পারি না। :(

তোমরা কেউ কি দিতে পারো,
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা............
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে

আমি বড় অসহায়, অন্যপথে,....................
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে.
ও আমায় ভালোবাসেনি,
অসীম এ ভালোবাসা ও বোঝেনি........
ও আমায় ভালোবাসেনি,
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি..................