Thursday, November 22, 2012

একবার ফিরে এস একবার ফিরে এস যা হবার হয়ে গেছে পুরানো সে কথা তুলবোনা আমি আর সব ভুল বুঝাবুঝি ফেলব মিটিয়ে বিক্ষত হৃদয়ে বলো কত সহ্য করা যায় । বিলাসী এ নগরে কৃত্রিম জলসাঘরে কি লাভ এভাবে অনাহারে থেকে কি আনন্দ মোহে তুমি মিথ্যা মরীচিকার পিছে দেউলিয়া হয়ে দ্বিধাহীন ঘুরে মরো । সমগ্র দীনতা রাজি হাসিমুখে ঢেকে আবার আলোর গানে ঠিকানা পেরিয়ে নতুন সাগর দ্বীপে অজানা রত্নের খোজে চলো দেই পাড়ি সব কিছু ভুলে । পেছনে থাক পড়ে জরাজীর্ন পরিবেশ ভয়ংকর দুঃসাহসে সব বাধা পায়ে ঠেলে দুর্বার জমাই পাড়ি দূরন্ত উজানে সব হারাদের অশ্রু ঝরেনা যেখানে।।

No comments:

Post a Comment

thank you