Monday, November 26, 2012

একদিন ছাড়াছা্ড়ি হবে তখন যেনো আমার কথা ভুলে যেও না।একসময় থেমে যাবে সব কোলাহল ঘুমিয়ে পরবে ধরণী।আকাশের সবচেয়ে উজজল তারাটা মিটমিট করলে বুঝবে আমি তোমায় ডাকছি।সে রাতে তুমি জেগে থেকো ঘুমিয়ে পড়োনা।আর হ্যা ফুলের ঘ্রাণ পেলে বুঝে নিও আমি আসছি।আর যদি কোকিল ডাকে বুঝে নিও আমি আর বেশি দুরে নেই।তারপর হঠাৎ ফুরফুরে বাতাস তোমার গায়ে লুটিয়ে পরলে বুঝে নিও আমি চলে এসেছি।সে রাতে তুমি ঘুমিয়ে পড়োনা জেগে থেকো।

No comments:

Post a Comment

thank you