" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Thursday, November 22, 2012
কখনো কি ভেবেছ
তুমি কি কখনো রাতের অন্ধকারে আকাশের তারা দেখেছ
দেখেছ কি অন্ধকার আকাশে তারাদের উজ্জলতা
কখনো কি ভেবেছ একদিন আমিও হারিয়ে যাব সেখানে
কখনো কি খুজবে আমায় আকাশের হাজারো তারাদের মাঝে
তুমি কি কখনো সমুদ্রের গভীরতা আর বিশালতা দেখেছ
কখনো কি চোখে পড়েছে তোমার সেই সমুদ্রের অহঙ্কার
কখনো কি শুনেছ তার সেই ভয়ঙ্কর গর্জন
কখনো কি ভেবেছ একদিন সে আমাকেও ডেকে নিবে তার বুকে
তুমি কি মেপেছ কখনো আমার মনের ভালোবাসার গভীরতা
কখনো কি ভেবেছ আমাদের এই পরিনতির কথা
কখনো কি জানতে চেয়েছ তুমি আমার কাছে কতটুকু প্রিয়
মৃত্যুর কাছে জীবনটা যতটা প্রিয় তার থেকেও অনেক বেশি
Labels:
LOVE IS BLIND
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thank you