Thursday, November 22, 2012

কখনো কি ভেবেছ তুমি কি কখনো রাতের অন্ধকারে আকাশের তারা দেখেছ দেখেছ কি অন্ধকার আকাশে তারাদের উজ্জলতা কখনো কি ভেবেছ একদিন আমিও হারিয়ে যাব সেখানে কখনো কি খুজবে আমায় আকাশের হাজারো তারাদের মাঝে তুমি কি কখনো সমুদ্রের গভীরতা আর বিশালতা দেখেছ কখনো কি চোখে পড়েছে তোমার সেই সমুদ্রের অহঙ্কার কখনো কি শুনেছ তার সেই ভয়ঙ্কর গর্জন কখনো কি ভেবেছ একদিন সে আমাকেও ডেকে নিবে তার বুকে তুমি কি মেপেছ কখনো আমার মনের ভালোবাসার গভীরতা কখনো কি ভেবেছ আমাদের এই পরিনতির কথা কখনো কি জানতে চেয়েছ তুমি আমার কাছে কতটুকু প্রিয় মৃত্যুর কাছে জীবনটা যতটা প্রিয় তার থেকেও অনেক বেশি

No comments:

Post a Comment

thank you