Friday, December 21, 2012

Thursday, December 13, 2012

http://www.orkutem.org/2009/11/miss-you-sister-quotes-orkut-sraps.html

Tuesday, December 11, 2012

আমি এই সাইটে নতুন এবং এটি আমার প্রথম পোষ্ট। সাধ্যমত বুঝানোর চেষ্টা করব। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমি একটি মজার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। বর্তমানে মোবাইল ফোন ব্যাবহার করে না এমন লোক খুজে পাওয়া যাবে না বরং একাধিক সিম ব্যাবহার করে এমন লোকের সংখ্যাই বেশি হবে। কারন একেক অপারেটর-এর একেক সুবিধা, ব্যাবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী একাধিক সিম-কার্ড ব্যাবহার করে থাকেন। তাই মোবাইল ফোনের নাম্বার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যদি সিম-কার্ড এ ব্যাল্যান্স থাকে তবে নাম্বার বের করা সহজই কিন্তু যদি সিম-কার্ড এ ব্যাল্যান্স না থাকে তবে কিন্তু ব্যাপারটা খুবই জটিল হয়ে দাঁড়াবে। এ অবস্থায় আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের নাম্বারটি বের করে নিতে পারেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি অপারেটর-এর কোড দেয়া হল এই কোডগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার মোবাইল নাম্বারটি বের করতে পারেন- গ্রামীণ ফোন প্রি-পেইড = *১১১*৮*২# গ্রামীণ ফোন পোষ্ট-পেইড = *১১১*৮*৩# বাংলালিঙ্ক = *৫১১# রবি = *১৪০*২*৪# এয়ারটেল = *১২১*৬*৩#

Monday, December 10, 2012

নিজের কষ্টটুকু কখনোই অন্য কাউকে বোঝানো সম্ভব নয়।। এটা কেবল নিজেরই,নিজেকেই বুঝতে হয়।। হয়তো জানালার পর্দার আড়ালে নয়তো খোলা আকাশের নিচে একলা ছাদে বসে আনমনে নিঃশব্দে কষ্টের অনুভূতিগুলো নাড়া দেয় মনকে।। কখনো হয়তো সহ্য হয়, তখন চোখ মুছেই দূরে সরে যাই।। আর যখন সহ্য হয় না,চোখ বন্ধ করে ঘুমিয়ে যাই।। ঘুম যখন ভেঙ্গে যায় বুঝতে পারি চোখ ভিজে, বালিশ চুপসে গেছে।।

Thursday, December 6, 2012

শুভ দিন, Respect+ এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা কি শিখব তা নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। চলুন মূল আলোচনায় গমন করি। আমি হয়তো ভাল গান গেতে পারি না, হয়তোবা মানুষকে Impress করার মত ভাল কোনো গুন নেই। কিন্তু কি হয়েছে আজ থেকে আমার Passion হবে একজন দারুণ Mouth Organist হবার। দেখিয়ে দেব সবাইকে যে ”’দেখো”’!! কারন গিটার , কি বোর্ড এর মত মাউথ অরগান বাজাতে ‘ওস্তাদ’ লাগে না!! :D বাসায় বসেই শিখতে পারেন…। পারবেন না? তাহলে চলুন আমার সাথে!! Mouth Organ/Harmonica বাজানো একটি প্যাশন এবং তা হয়ত আপনার আয়ের ও সোর্স হতে পারে। যেহেতু আমরা আজ প্রথম পরিচয় হয়েছি , একদম শুরু থেকে আলোচনা করাই ভাল হবে। যদিও অনেক দেশে mouth Organ বাজানো একটি শিল্প কিন্তু আমাদের দেশে আমি এই Trend এর প্রচলন লক্ষ করি নি। আমার এই বাদ্যযন্ত্র শিখার প্রাথমিক অবস্থা খুব মর্মান্তিক হলেও আপনাদের জন্য তা হবে না আশা করি কারন আজ থেকে আমি তো আছি,তাই না? :D চলুন প্যা প্যা করে না বাজিয়ে সঠিক সুর তুলে অবাক করে দেই আমার আশেপাশের মানুষগুলোকে যাদের কাছে আমি ছিলাম প্রতিভাহীন অর্বাচিন বালক। হয়ত আপনার জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভাই আছে এখানে!! কি মাউথ অরগান কিনব? -=- বাজারে মাউথ অরগান কিনার জন্য যদি জিজ্ঞেস করেন =ভাই মাউথ অরগান আছে? বিঃদ্রঃ আমি এটাই জিজ্ঞেস করেছিলাম! :D তাহলে আপনাকে একটি Bee Or Flying Eagle Companyর একটি ১২০ টাকা দামের মাউথ অরগান ধরিয়ে দেবে। আমার ভুলটা শুধরে চলে যান সাইন্স ল্যাব এ । ওখানে নানা কম্পানী এর মাউথ অরগান পাবেন। Hohner বা SX Blues(আমি এটা ব্যবহার করি) । আমি SX blues এর 10 Hole Diatonic C ব্যবহার করার জন্য সাজেস্ট করব। আর দাম পরবে ৬০০ টাকা আর আপনার যদি একটা থেকে থাকে চলুন আজ এবং এখন থেকেই শেখা শুরু করি :) প্রাথমিক ধাপ : আপনার ১০ টা হোল বিশিষ্ট মাউথ অরগান টিকে মনে মনে দশটা ভাগে ভাগ করে ফেলুন আর প্রয়োজন হলে আমি নিচে যা লিখছি তা খাতায় লিখে ফেলুন জলদি করে… 1 2 3 4 5 6 7 8 9 10 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 এখন প্রশ্ন হল আমি উপরের সারি তে কেন ১,২ …… আর নিচের সারিতে -১, -২ … ইত্যাদি লিখলাম,তাই না? হা,বলছি । উপরের 1 2 3 … আপনার মাউথ অরগান এর পর্যায়ক্রমিক দশটি হোলের নাম্বার … আপনাকে তা ভেবে নিতে হবে… আর SX Blues এ নাম্বার দেওয়া আছে :) মানে প্রথম হোলের নাম্বার 1, 2য় হোলের নাম্বার ২ ইত্যাদি… বাজানোর পদ্ধতি : ধরুন আমি যখন 4 লিখব তখন আপনাকে 4 নাম্বার হোলে নিচের দিকে ফু দিতে হবে আর যখন -4 বলব তখন 4 নাম্বার হোলে উপরের দিকে ফু টানতে হবে। এটাই হল মাউথ অরগান এর মূলনীতি। আজকে কি বাজানো শিখব? আজকে আমরা Twinkle Twinkle গান তা বাজানোর চেষ্টা করব,হা? চলুন আপনাদেরকে দিয়ে দেই Notation টা। Notation হল আপনাকে পর্যায়ক্রমিক কোন কোন হোলে ফু দিলে একটা গান play হবে তার নাম্বার । ============================ Twinkle Twinkle Little Star 4 4 6 6 -6 -6 6 How I Wonder What You Are -5 -5 5 5 -4 -4 4 Up Above The World So High 6 6 -5 -5 5 5 -4 Like A Diamond In The Sky 6 6 -5 -5 5 5 -4 ============================= দিলাম তো , এখন উপরের নিয়মানুসারে বাজিয়ে যান। :) আর আপনার কাছে মাউথ অরগান এখন না থাকলে পোস্ট টি Bookmark করে রাখতে পারেন। অতবা আমার সাথে যুক্ত থাকতে পারেন। ভবিষ্যতে হয়ত আর নতুন নতুন গান নিয়ে আসব কিন্তু তার আগে মাউথ অরগান এ হাত আর মুখ টা চালু করুন। দারুন বাজাতে পারবেন আশা করি। চেষ্টা করুন , আমার বিশ্বাস আপনি পারবেন । ধন্যবাদ। যদি আরো সাহায্যের প্রয়োজন হয় এবং Mouth Organ Professional হওয়ার ইচ্ছা পোষন করেন তাহলে আমায় Facebook এ পেতে

Saturday, December 1, 2012

true video
আমারও অন্য সবার মতো হাসতে ইচ্ছা হয় ♥ মাঝে মাঝে খোলা আকাশের নিচে একা হেটে যেতে ইচ্ছা হয় ♥ বৃষ্টির পানি হাতে নিয়ে চোখের পানিতে মিশাতে ইচ্ছা হয় ♥ ঘাসের উপর শুয়ে তারা গুনতে ইচ্ছা হয় ♥ চাঁদের আলোতে গায়ে জোছনা মাখতে ইচ্ছা হয় ♥ কখনো কখনো খুব কাঁদতে ইচ্ছা হয়! ♥ ~নীল নয়না~
কিছু বড় বড় ওয়েবসাইটের মালিকের নাম, না জানলে জেনে নিন... ● Google - এর প্রতিষ্ঠাতা: Sergey Brin,Larry Page ● Facebook - এর প্রতিষ্ঠাতা: Mark Zuckerberg, Dustin Moskovitz, Chris Hughes, Eduardo Saverin ● Wikipedia - এর প্রতিষ্ঠাতা: Jimmy Wales, Larry Sanger ● Youtube - এর প্রতিষ্ঠাতা: Steve Chen, Chad Hurley, Jawed Karim ● Twitter - এর প্রতিষ্ঠাতা: Evan Williams, Biz Stone, Jack Dorsey ● eBay - এর প্রতিষ্ঠাতা: Pierre Omidyar ● Orkut - এর প্রতিষ্ঠাতা: Orkut Buyukkokten ● MySpace - এর প্রতিষ্ঠাতা: Tom Anderson, Chris DeWolfe ● Friendster - এর প্রতিষ্ঠাতা: Jonathan Abrams ● Yahoo - এর প্রতিষ্ঠাতা: David Filo,Jerry Yang ● Hotmail - এর প্রতিষ্ঠাতা: Sabeer Bhatia ● Wikileaks - এর প্রতিষ্ঠাতা: Julian Assange