Monday, November 5, 2012

বন্ধুরে ,
যখন একা একা লাগে , আমাকে ডাকিস ♥
একাকীত্ব দূর করতে না পারলেও তোর পাশে একা বসে থাকব♥ ♥ ♥

বন্ধুরে ,
যখন কান্না আসবে , আমাকে ডাকিস ♥
অশ্রু মুছে দিতে না পারলেও , তোর পাশে বসে কাদব ♥ ♥ ♥

বন্ধুরে ,
যদি কারো হাতে মাইর খাস কখনও , আমাকেও ডাকিস ♥
তোকে বাচাতে না পারলেও , একলা মাইর খেতে দিবনা ♥ ♥ ♥

বন্ধুরে ,
যখন মরতে মন চাইবে , আমাকে ডাকিস ♥
তোকে আতকাতে না পারলেও তোর সাথে মরতে রাজি ♥ ♥ ♥

তুই যে আমার সোনামণি বন্ধু ♥
যখন মিস করবি , একটু ডাক দিস ♥
বাস্তবে না পারলেও স্বপ্নে এসে দেখা করে যাব ♥ ♥ ♥

যেখানেই থাকিস , ভাল থাকিস বন্ধু ♥

No comments:

Post a Comment

thank you