" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Tuesday, November 6, 2012
তুমি যদি আমার ভাষা হয়ে আমার অস্তিত্ত টিকিয়ে রাখো তো. . . . .আমি তোমার ভাষার ধনী হয়ে তোমার ভাষাকে জীবন্ত রাখবো।তুমি যদি তলোয়ার হয়ে আমার কারণে য্দ্ধ কর তো. . . .আমি ঢাল হয়ে তোমার উপর আসা আঘাত সয়ে নেব।তুমি যদি গোলাপ হয়ে ভালোবাসো তো. . . .আমি গোলাপের কাঁটা হয়ে সারাজীবন তোমার ভালোবাসাকে রক্ষা করে যাব।. . . .শুধু চাই এতটুকু আমাকে কখনো ভাষাহীন করোনা,তলোয়ার হয়ে আমাকেই আঘাত করোনা,আর আমারই হাতে কাঁটা বিধিয়ে আমার রক্ত দিয়ে লাল টুকটুক হয়োনা
Labels:
LOVE IS BLIND
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thank you