Tuesday, November 6, 2012

তুমি যদি আমার ভাষা হয়ে আমার অস্তিত্ত টিকিয়ে রাখো তো. . . . .আমি তোমার ভাষার ধনী হয়ে তোমার ভাষাকে জীবন্ত রাখবো।তুমি যদি তলোয়ার হয়ে আমার কারণে য্দ্ধ কর তো. . . .আমি ঢাল হয়ে তোমার উপর আসা আঘাত সয়ে নেব।তুমি যদি গোলাপ হয়ে ভালোবাসো তো. . . .আমি গোলাপের কাঁটা হয়ে সারাজীবন তোমার ভালোবাসাকে রক্ষা করে যাব।. . . .শুধু চাই এতটুকু আমাকে কখনো ভাষাহীন করোনা,তলোয়ার হয়ে আমাকেই আঘাত করোনা,আর আমারই হাতে কাঁটা বিধিয়ে আমার রক্ত দিয়ে লাল টুকটুক হয়োনা

No comments:

Post a Comment

thank you