যেমনি করে ...........
তুমি কি ভাবো না
একাকী বসে আনমনে আমার কথা
যেমনি করে আমি ভাবি
তুমি কি কাঁদ না
একাকী বসে গভীর রাতে আমায় মনে করে
যেমনি করে আমি কাঁদি
কখনো কি কাটে না রাত
নিদ্রাবিহীন আমায় ভেবে
যেমনি করে আমি কাটাই
কখনো কি আসে না জল
চোখের কোনে আমায় মনে করে
যেমনি করে আমার আসে
No comments:
Post a Comment
thank you