Saturday, August 11, 2012

আজ আপনি যার হাতটি ছেড়ে দিয়ে , বদলে নিচ্ছেন নিজেকে , কিন্তু একবার ভেবে দেখুন ..
কোন একদিন এই মানুষটি শুধু আপনার হাতটা ধরার জন্য তার নিজেকে বদলে নিয়েছিল ..
তাই ভালোবাসার মানুষটির হাতটি ছেড়ে দেবার আগে অত্যন্ত একবার ভেবে দেখুন তার মত ভালোবাসবে কেউ আপনাকে ....

Tuesday, August 7, 2012


আমি যখন কঠিন করে কিছু বলি তখনই
তা মনে ধরে বসে থাকো ,
আর যখন হাজারও বার
বলি ভালোবাসি তা মুহূর্তে ভুলে যাও ।
চারপাশে এত মানুষের ভীরে আমি কোথায় ?
আমার স্বার্থহীন ভালোবাসার পরিণতি যদি এটাই
হয় , তবে আর কি বলার আছে ?
এত প্রার্থনা , এত মিনতি সব কিছু অর্থহীন
হয়ে যাচ্ছে ।
তুমি ছিলে আমার জীবনের কেন্দ্রবিন্দু , কিন্তু
তোমার কাছে এখন আমি এক বর্ণহীন অতীত
ছাড়া আর কিছু নই ।
এত মানুষ তোমাকে ভালোবেসে পাগল , সেখানে আমার
ভালোবাসা বড় অসহায় ।

Monday, August 6, 2012

ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিন

Ads by Techtunes - tAds
Akhoni.com - Place for The Best Deals
জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)। একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫, ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০, content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে।

তৈরি করুন আপনার নিজের চ্যাটিং ওয়েব সাইট

Ads by Techtunes - tAds
Smart Technologies BD - Tomorrow's TechnologyToday
images-chat1.jpgআমি টেকটিউনের এক জন রেগুলার টিউনার না হলেও, রেগুলার Downloader। প্রায় প্রতিদিনই এখানে আসি এবং নতুন নতুন বিষয় জানতে পারি। আজ ইচ্ছে হলো- আমিও একটু টিউন করি। যদিও খুব সহজ একটা বিষয় নিয়ে টিউন করব। হয়তো বা হাই-টেকদের কোন উপকারে আসবে না। নবিনদের জন্য কিছুটা হলেও কাজে আসতে পারে।
আমরা সাধারণত চ্যাটিং এর জন্য বিভিন্ন ওয়েব রুম ব্যবহার করি। যদি আমাদের নিজের একটা এরকম সাইট থাকে; তাহলে কেমন হয়? খুব বেশি কিছুর প্রয়োজন নেই। একটি html supported ওয়েব সাইট, যেমনঃ Google pagecreator আর যে কোন ফ্রি chat room এর জন্য html code, যা পাওয়া যেতে পারে এখানে http://www.parachat.com/basic/ ওয়েব সাইটটিতে গিয়ে নির্দেশনা পড়ে নিন। আপনার পছন্দ মতো ইন্টারফেস কালার বা অন্যান্য সেটিং গুলো দিয়ে দিন। html code এর জন্য “SHOW ME MY ROOM CODE” এর ক্লিক করুন। ৪ ধরনের কোড পাবেন। আপাতত প্রথম কোড গুলো দিয়ে শুরু করুন।
html codeপাবার পর সেটি পরবর্তিতে ব্যবহারের জন্য Copy করে রাখতে পারেন। কারন html code অনেক সময় পরিবর্তন হয়ে গেলে সমস্যা করতে পারে।
এবার আপনার Google page creator একাউন্ট এ লগ ইন করুন (www.pages.google.com)। প্রয়োজনীয় ফরমেটিং যেমনঃ উপরের দিকে আপনার ওয়েবসাইট এর নাম, উদ্দেশ্য ইত্যাদি লিখতে পারেন। নিচের দিকে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। এরপর পেজের মাঝখানের জন্য html Editor এ যান। Para chat এর জন্য যে html কোড পেয়েছিলেন, তা Pest করুন। Update করে মেইন পেজে ফিরে আসুন, এখানে চেটরুম এ লগ ইন করার জন্য একটি ইন্টারফেস দেখতে পাবেন। তৈরিকৃত ওয়েবসাইটটি Published করুন। পেজটি ইন্টারনেট ব্রাউজার দিয়ে ওপেন করে দেখুন সব ঠিক আছে কি না।  আপনার কম্পিউটারে java ইনস্টল করা নাও থাকতে পারে। http://www.java.com/ এখান থেকে ডাউনলোড করে নিন। এটার প্রয়োজন কারন, Para chat রুমটি java Based. আপনার তৈরিকৃত সাইটটি দেখতে কিছুটা এরকম হয়েছে কি? -

তাহলে আর অপেক্ষা কেন? লগ ইন করুন। স্বাভাবিক ভাবেই প্রথমের দিকে আপনার রুমটি একেবারেই ফাকা থাকবে। মন খারাপ করার কিছু নেই। Show Rooms এ ক্লিক করুন। ঠিক একই রকম সাইট পৃথিবীর বিভিন্ন প্রান্তের টেকিরা ব্যবহার করছেন। তাদের কে এখানে পেয়ে যাবেন। শুরু করে দিন চ্যাটিং। ধিরে ধিরে আপনার বন্ধুদের নিমন্ত্রণ জানান আপনার একেবারে নিজস্ব একটি চ্যাটিং সাইটে।
ধন্যবাদ।

পাগলা মিউজিক ডট কম (http://www.paglamusic.com)
নাটক মুভি ডট কম (http://www.natokmovie.com)
ভিডিও কারি ডট কম (http://www.videocurry.com)
মনো ইমেজ ডট কম (http://www.monoimage.com)
অল বিডি লিংকস ডট কম (http://www.allbdlinks.com)

অনলাইনে বসেই আপনি আপনার পছন্দের টিউন তৈরি করুন

Ads by Techtunes - tAds
Akhoni.com - Place for The Best Deals
আমার সবাই গান পছন্দ করি। আর টিউনটি যদি সুন্দর হয় তখন তা হয় আরো চমৎকার। আপনাকে আমি আজ এমন এক ওয়েব সাভিসের সাথে যেখানে আপনি আপনার পছন্দের টিউন তৈরি করতে পারবেন আপনার কীবোডের সাহায্যে। এই ওয়েব সাভিসের মাধ্যমে আপনি আপনার কাজকে এডিট করতে এবং সবার সাথে শেয়ার করতে পারবেন। আর এই চমৎকার ওয়েব সাভিসটির নাম হলKissTunes

আমার তৈরি করা একটি ঘড়ি, যার মাধ্যমে পিসি নিজে থেকেই বন্ধ/রিস্টার্ট হবে নির্দিষ্ট সময় পরে ,তাছাড়া এলার্ম দিয়ে আপনার ঘুমও ভাঙ্গাবে।

Ads by Techtunes - tAds
Dueza.com
বন্ধুরা, কেমন আছেন সবাই ? অনেকদিন পরে লিখতে বসলাম, টিটি মিস করছিলাম ভীষন। কি করব, ব্যস্ত সময় কাটছে এখন। যাই হোক, কাজের কথায় আসি।
বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি অন্যরকম সফটওয়্যার নিয়ে। এটি আমার নিজের তৈরি। একটিডিজিটাল ঘড়ি। না, কোনো সাধারণ ঘড়ি এটি নয়। তাহলে কেমন ঘড়ি এটি ? তার আগে চলুন এক নজর এটিকে দেখে নিই।

লক্ষ্য করে দেখুন,আমি এর উপরে ও নিচে বেশ কিছু রঙ্গিন বাটন রেখেছি। উপরের বাটনগুলো দিয়ে আপনি ঘড়ির ডিজিটের রঙ পরিবর্তন করতে পারবেন আর নিচের বিভিন্ন রঙের বাটন দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করতে পারবেন। আসুন দেখি, কিছু কালার।





অর্থাৎ আপনি যে রঙ ইচ্ছা সে রঙের ব্যাকগ্রাউন্ড ও ডিজিট পছন্দ করতে চান যে কোনো রঙ্গই সিলেক্ট করতে পারবেন। শুধু তাই নয়, এই ঘড়িটিতে আমি  টিক টিক শব্দ করার ব্যবস্থাও রেখেছি। তবে আপনি ইচ্ছা করলে শব্দ বন্ধ রাখতে পারেন। SOUND OFF বাটনে ক্লিক করে। আবার SOUND ON বাটনে ক্লিক করলে সাউন্ড হবে।
এখানেই শেষ নয়। আপনি চাইলে এলার্মও সেট করে দিতে পারেন বাম পাশের বাটনগুলো দিয়ে। বাম পাশের সাদা ঘরটিতে নিচের মত করে সময় লিখে দিতে হবে।

এরপর set alarm বাটনে ক্লিক করলে এলার্ম সেট হবে। আবার এলার্ম cancel করতে চাইলে অথবা এলার্ম বাজলে তা বন্ধ করতে চাইলে stop এ ক্লিক করুন। আরেকটি কথা সাদা বক্সে প্রতিবার টাইম চেঞ্জ করার পরে set alarm বাটনে ক্লিক করে এলার্ম চালু করতে হবে।
লক্ষ্য করুন always on top লেখাটির নিচে দুটি বাটন আছে। yes বাটনে ক্লিক করলে এই ঘড়িটি সবসময় সব উইন্ডোর উপরে থাকবে। no বাটনে ক্লিক করলে অন্যান্য সাধারন উইন্ডোর মত এর উপর উইন্ডো রাখলে তা নিচে যাবে।
এখনও শেষ হয়নি। এই ঘড়ির ডানপাশে আমি আরো কিছু অপশন রেখেছি।

ডানপাশের সাদা বক্সে নিচের মত সময় সেট করে shut down বাটনে ক্লিক করলে উক্ত সময় হওয়ার সাথে সাথে কম্পিউটার নিজে থেকে বন্ধ হয়ে যাবে। আর restart বাটনে ক্লিক করলে সাদা বক্সে সেট করা সময় অনুসারে পিসি নিজে থেকে রিস্টার্ট হবে। cancel বাটনে ক্লিক করে আপনার পিসি অফ হওয়া বা রিস্টার্ট নেয়া cancel হবে।
তবে আর দেরী কেন ? এখুনি ডাউনলোড করে ঘড়িতে সময় সেট করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আপনার পিসি নিজের থেকেই এলার্ম বাজিয়ে আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে অথবা নিজে থেকেই পিসি বন্ধ হয়ে যাবে
ডাউনলোড লিঙ্ক এখানে সাইজ মাত্র ৫১৯কিলোবাইট।

চোরের চুরি করার রাস্তা সব দিক থেকে বন্ধ করে দিন! ওয়েব ক্যাম, আইপি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করুন বাড়ীতে! চোর পালাবে কোথায়!

Ads by Techtunes - tAds
Smart Technologies BD - Tomorrow's TechnologyToday
আসলে হেডলাইনটা ঠিক মনের মতো হয়নি আমার। আসলে এই সফটওয়্যার এর এত এত ফিচার দেখে কোনটা রেখে কোনটা বলবো তা ঠিক বুঝে উঠতে পারিনি। আমাদের মৌলিক চাহিদা অন্ন,বস্র, বাসস্থানের পরে যে বিষয়টা আসে তা হলো নিরাপত্তা। যদিও নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের উপর কিছুটা বর্তায় কিন্তু সে আশায় বসে থাকলে সেন্টু গেঞ্জিটাও চোরের হাত থেকে রক্ষা করতে পারবেন না। তাহলে কি করতে হবে? কেন নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে।

তথ্য-প্রযুক্তির এই যুগে নিজের বাড়ীর নিরাপত্তা দেয়া তেমন কঠিন কিছু না। তবে এই জন্য আপনার কিছু জিনিস পত্র লাগবে। তবে তেমন দামী কিছু না। একটা কম্পিউটার, ওয়েব ক্যাম বা আইপি ক্যামেরা আর মাইক্রোফোন ব্যাস এতেই চলবে। আপনার বাড়ী যদি অনেক বড় হয় তাহলে একাধিক আইপি ক্যামেরা বা ওয়েব ক্যাম দিয়েও নিরাপত্তার বলয় তৈরি করতে পারবেন।
জিনিস পত্রতো গুছানো হলো এখন এদের কিভাবে ফিট করবেন এই তো? হুম ঠিক এই সময়ে পর্দায় হাজির হবে iSpy নামের অপ্রতিদ্বন্দ্বি ওপেন সোর্স একটি সফটওয়্যার এর। মাত্র ১৩ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে কি করা যায় না তাই বের করা কঠিন। চলুন  অতি সংক্ষেপে কিছু ফিচার সম্পর্কে জেনে নেই। তবে হ্যা এই বর্ণনা অনেকটা বিশাল রচনার সার্মমের মতো। কারণ এত ফিচার বলে শেষ করা যাবে না।

বাড়ীর নিরাপত্তাঃ

Home Securityআপনার ওয়েব ক্যামগুলো বা আইপি ক্যামেরাগুলো জায়গা মতো ফিট করে নিশ্চিন্তে চলে যান অফিসে বা অন্য কোথাও। যেকোন সময় বাড়ীর অবস্থা চেক করতে পারবেন iSpy এর ওয়েব সাইট থেকে। জরুরি কোন ঘটনা যদি ঘটে যায় তাহলে সাথে সাথে মোবাইলে ম্যাসেজতো চলে আসছেই। আর ইন্সটান্ট ভিডিও দেখতে পাবেন ইউটিউবে অটোমেটিক!

অফিসের নিরাপত্তায় iSpy:

Office Surveillance

অফিসে যদি আপনি না থাকেন তাহলে চোরের জন্য চুরি করার সেটাই ভাল সময়। তাই বাড়ীর নিরাপত্তার
পাশাপাশি যদি অফিসেও iSpy এবং কম্পিউটার সেটিংগুলো ঠিক করে দিতে পারেন তাহলে আর পায় কে!

কর্মক্ষেত্র মনিটরিং:

Work Monitoring

আপনি যদি আপনার অফিসের কর্মচারীরা আপনার অনুপস্থিতিতে কাজ ঠিক মতো করে কিনা তা জানার জন্য চিন্তিত থাকেন তাহলে তাদের কম্পিউটারে iSpy ইন্সটল করে দিন তারপর পাসওয়ার্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভিডিও রান করে দিন ব্যস! এবার তাদের লাইভ কর্মকান্ড দেখুন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে।

অটো পদক্ষেপঃ

আপনি iSpy  সফটওয়্যারটি ব্যাচ ফাইল, কমান্ড লাইন, ওয়েব এবং মোবাইল দিয়ে যখন নিয়ন্ত্রণ
Automation
করবেন তখন আপনি যদি কোন ব্যাচ ফাইল রান করাতে চান তাহলে ইচ্ছা করলেই পারবেন। যেমন ধরুন iSpy যখন নড়াচড়া ধরতে পারবে তখনি আপনার বাড়ীর লাইটগুলো জ্বেলে দিবে অথবা কুকুরের কর্কশ শব্দ চালু করে দিবে ইত্যাদি
। আর এসব কিছুই সাথে সাথে জেনে যাবেন আপনার মোবাইলে!


ভূত বা ভিনগ্রহের প্রাণী ধরতেঃ

কি শুনতে অদ্ভুত শোনাচ্ছে? তবে জেনে রাখুন ভূত ধরতে বা ভিনগ্রহের প্রাণী ধরতে iSpy
Office Surveillance
এর চেয়ে সেরা কিছু আর পাবেন না। খুব সুক্ষ্ম নড়াচড়া আর হালকা শব্দ সবই ক্যাপচার করতে পারে।
তাই অনেক মজার কিছু আশা করতেই পারেন!

পোষা প্রাণীদের চোখে চোখে রাখতেঃ

আপনার কুকুরটি যদি চিৎকার করতে থাকে তাহলে iSpy মাইক্রোফোনের মাধ্যমে তা রেকর্ড করে রাখবে। আর তখন যদি আপনার ধমকের প্রয়োজন হয় কুকুরকে থামাতে তাহলে আগে থেকে রেকর্ড করা আপনার ধমকটি সাথেই সাথেই কুকুরকে শুনিয়ে দিবে আর কুকুর হয়ে যাবে ঠান্ডা! :P

Pet Monitoring




মেশিন মনিটরিং :

আপনার যদি কারখানা থাকে তাহলে সেই মেশিনগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা মনিটরিং করবে iSpy।

Machinery Monitoring
Wildlife Watching

প্রাণী জগত দেখুন আরো কাছ থেকেঃ

একটা ওয়েব ক্যাম রাখুন পাখির বাসায় অথবা আপনার প্রিয় কোন প্রাণীর সন্নিকটে তাহলেই তাদের দৈনিক কার্যক্রম দেখতে পাবেন যখন খুশি।

Theft Protection

চোর প্রতিরোধে iSpy:

আপনার বাড়ীতে যদি কেউ তালা ভেঙ্গে বা আপনার অজান্তে ঢুকে পড়ে আর অন্যান্য জিনিসের সাথে আপনার প্রিয় কম্পিউটারটিও চুরি করতে চায় তাহলে iSpy অটো মোশন ডিটেক্ট করে রেকর্ড করা শুরু করে দিবে যা সাথে সাথেই FTP, মেইল বা ম্যাসেজ করে চোরের ছবি পাঠিয়ে দিবে!

Theft Protection
বাচ্চাদের দেখাশুনার দায়িত্ব দিন iSpy কেঃআপনার বাচ্চাকে চোখে চোখে রাখতে iSpy কে ফিট করে দিন। যদি বাচ্চা কান্না শুরু করে দেয় তাহলেই সাউন্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে জেনে নিন আপনার বাচ্চার খিদা লেগেছে :D
এছাড়াও আরো কত ফিচার যে আছে! বিস্তারিত জানুন এখানে।
কিছু স্ক্রিনশট দেখে নেই চলুন।
আরো অনেক ছবি আছে। সাইটে গেলেই পাবেন। এখন কথা হলো কিভাবে ক্যামেরা কনফিগার করবেন এইতো? তেমন বেশি কঠিন কিছু না। আপনার প্রয়োজনেই আপনি সব সেটিংস খুজে নিবেন। ধারণা পেতে দেখুন এই ভিডিও
http://youtu.be/rNorgmOVQI0
আরো বিস্তারিত সেটিংস জানুন এখানে।

ডাউনলোডঃ

iSpy  (Windows XP, Vista, 7 and 8) v4.2.8.0

সাইজ মাত্র ১৩ মেগাবাইট। আর পুরাই ফ্রী!!!!!!

আসলে অনেক ফিচারই বাদ পড়ে গেছে। বাকিগুলো নিজে নিজে আবিস্কার করুন আর মেতে উঠুন প্রযুক্তির নিরাপত্তায়!
ধন্যবাদ সবাইকে। :)

বানিয়ে ফেলুন অসাধারন একটি 3D ফটো এলব্যাম!!!

Ads by Techtunes - tAds
Smart Technologies BD - Tomorrow's TechnologyToday
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।
আজকে আমি আপনাদের যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে আপনারা খুব সহজেই ফ্লাস ফটো এলব্যাম বানাতে পারবেন। আর বানানো এলব্যামটি আপনারা SWF ফাইল হিসেবে নেটে বা CD/DVD তে পাবলিশ করতে পারবেন। বেশ কয়েক দিন আগে আমাকে একজন মেইল করে বলেছিল কিভাবে ফটো দিয়ে 3D গ্যলারি বানানো যায় এবং তা CD করা যায়। উনাকে সহ আপনাদের সবাইকে বলছি শুধু 3D গ্যালারি না সাথে প্রায় 200 এর বেশি বিভিন্ন থিম,কার্টুন, ফ্রেম,ইত্যাদি যোগ করে অসাধারন এলব্যাম বানাতে পারবেন। সাথে কিন্তু আপনার পছন্দের মিউজিক দিতে ভুলবেন না। আর হ্যা আপনার ফটোতে বরফ পরছে বা বৃষ্টি পরছে এমন ইফেক্টও দিতে পারবেন।


এখানে থিম গুলো পাবেন
Basic
Professional
Web Album
3D ইত্যাদি ক্যাটাগরিতে।
আর এগুলার মধ্যে পাবেন বিভিন্ন রকমের এলব্যাম।
প্রথমে ছবি গুলো সিলেক্ট করে দিন। তারপর আপনি চাইলে গান বা যেকোন মিউজিক যোগ করে দিন। এখন যেকোন একটি থিম পছন্দ করে publish এ ক্লিক করে তা CD তে বা SWF ফাইল হিসেবে সেভ করে সবার সাথে শেয়ার করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ
আপনাদের জন্য অনেক কষ্ট করে মিডিয়া ফায়ারে 17MB এর সফটওয়্যারটি আপলোড করে দিয়েছি। আপনাদের ভাল লাগা মন্তব্যে জানাবেন। যদি আপনাদের কাজে না লাগে তাহলে লিঙ্কটি প্রাইভেট করে দিব।
AnvSoft Photo Flash Maker Professional v5.16
সাথে কীমেকার আছে Full version করার জন্য।
আশা করি আপনাদের ভাল লাগবে।
সবাই ভাল থাকুন এই কামনা করি।
ধন্যবাদ সবাইকে।

আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার !!!!

Ads by Techtunes - tAds
Dueza.com
                                    
                                   বিসমিল্লাহির রহমানির রাহিম 
সবাইকে ছালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্র টিউন । এই টা শুধু যারা science এর student  তাদের জন্য । হ্যা আপনি
"Virtual chemistry laboratory" সফ্টওয়ারটি  দিয়ে
 আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার।

এটা খুব ভাল একটি সফটওয়্যার। এর সাহায্যে আপনি যে যে কাজ গুলো করতে পারবেন, তা হল-
১। আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ কতৃক আবিস্কৃত সকল মৌল এর ছবিসহ বর্ণনা , ইতিহাস , মৌলের সংকেত, পারমানবিক সংখা, ভর,গলনাংক,স্ফুটনাংক,আইসোটপ,পারমানবিক তেজ্সক্রিয়তা দেখতে পাবেন।
২। দ্রবণীয় ও অদ্রবণীয় মৌলের তালিকা এবং মূলকের তালিকা খুব সুন্দর ভাবে ছক আকারে দেওয়া আছে।
৩। সক্রিয়তা অনুসারে মৌল সমুহের পর্যায়ক্রমিক শ্রেণীবিন্যাস করা হয়েছে।
৪। ধাতু, অধাতু,এসিড,লবন ইত্তাদির বিভাগে অন্তর্ভুক্ত মৌলসমূহের সুদৃশ্য ছক তুলে ধরা হয়েছে।
৫। রসায়ন বিষয়ে যে কোন শব্দ সার্চ করার ব্যবস্থা করা হয়েছে।
৬।এই সফটওয়্যার দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সফটওয়্যার আপনাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে নিদির্ষ্ট সময়ের মধ্যে জবাব দিতে হবে। তারপর আপনাকে প্রাপ্ত নাম্বার দেওয়া হবে।
৭। আপনি ভিন্ন ভিন্ন মৌলের সাথে বিভিন্ন বিক্রিয়া ঘটাতে পারবেন, এর ফলাফল আপনাকে সমীকরণ আকারে দেখিয়ে দিবে।
৮। আপনি এখানে অনুশীলন করতে পারবেন। তবে ভুল মৌলের সাথে বিক্রিয়া করালে আগুন ধরে যেতে পারে।
৯।এর সাহায্যে আপনি বিভিন্ন মান বিভিন্ন রূপে কনভার্ট করতে পারবেন।
১০।আপনি যে অনুশীলন করেছেন বা যা শিখতে পেরেছেন তার ফলাফল এবং অভিজ্ঞতা ডায়রীতে লিখে রাখতে পারবেন।
১১।এখানে একটা ক্যলকুলেটর পাবেন। যা দিয়ে হিসাব করতে পারবেন।
১২।এর ইন্টারফেসটা খুব সুন্দর, আপনি ইচ্ছা করলে বিভিন্ন কালার দিয়ে পরিবর্তন ও করতে পারবেন।
১৩। কাজ করার জন্য আপনি টেস্টটিউব,বুন্সেন বার্নার, পিপেট, কাচনল ইত্তাদি পাবেন।
  • ছবিগুলো দেখুন:




  •                                          


    আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কি কি আছে.
    আর ইনস্টল করার পরে আর ও অনেককিছু দেখবেন ও বুঝে যাবেন আশা রাখি  । দেরী না করে বলবো যারা science নিয়ে আছেন   তারা সংগ্রহে রাখুন..............ধন্যবাদ সবাইকে।
                                                                          
                                  
     সাপোর্ট করবেঃ  Windows NT / 2K / XP / Vista / Win 7
    সফ্টওয়ারটির size:Mb 10.6