" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Wednesday, November 21, 2012
ভালবাসায় অনেক কস্ট,
ভালবাসায় অনেক কস্ট,
কাল সাপের কামড়ে আর কি হয়?
মৌচাকে ঢিল ছুড়েও বাচা যায়। কিন্তু....
নীল প্রজাপতির ছোবলে আর বাচা যায় না।।
যন্ত্রনায় হৃদয় নীল হয় ঘাস ফড়িংয়ের মত।।
মনের মধ্যে ঘুরে ফিরে বসত করে বেদনা গুলি।
একটা টান বার বার নিয়ে যায় ওপার থেকে ওপারে।
একেই কি ভালবাসা বলে?
আমি জানিনা জানতেও চাইনা।
শুধু জানি তাকে ছাড়া আমার চলবেনা।
যার ছায়ায় আমি বেচে থাকি প্রতিদিন
তার জন্য প্রতিক্ষা করি আরেকটি ভোরের।।
এ যে কত বড় কস্ট
ভেঙ্গে যায় বুকের পাজর
চাপা কান্না ডুকরে উঠে প্রান্তরে প্রান্তরে।
তুবও ভালবাসা চাই, কস্ট চাই,
ভালবাসা আসলেই কষ্ট।।
আবারও বলি ভালবাসা আসলেই কষ্ট।।
Labels:
LOVE IS BLIND
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thank you