Monday, August 6, 2012


এবার আপনার প্রিয় Wallpaper কে বানিয়ে ফেলুন Windows Logon Screen

Ads by Techtunes - tAds
Smart Technologies BD - Tomorrow's TechnologyToday

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আমার আজকের টিউনে আপনাদের  একটি সফটওয়্যার সম্পর্কে জানাব। LogonStudio : সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার পছন্দের Image/Wallpaper কে windows logon screen হিসেবে ব্যবহার করতে পারবেন। যারা পাইরেট সফটওয়্যারের শত্রু  এবং মুক্ত সফটওয়্যারের প্রেমিক তাদের জন্য এই সফটওয়্যারটি কাজের।

ইনষ্টেলশন & কাজের বর্ণনা :


প্রথমে এখান থেকে 2.1 MB এর সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার PC তে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি রান করান। তারপর বাম পাশের অপশন থেকে 'create' বাটন ক্লিক করুন।

Name ইচ্ছামত দিতে পারেন। তারপর 'Browse....' বাটনে ক্লিক করুন।

তারপর আপনার পছন্দের ছবিটি select করে open করুন।

তারপর 'save' বাটনে ক্লিক করে logon screen হিসেবে সেভ করুন।

এবার সফটওয়্যারের মুল উইন্ডো থেকে 'save' বাটন ক্লিক করুন।

Apply বাটন ক্লিক করলে আপনার তৈরীকৃত logon screen দেখতে পারবেন।

হয়ে গেল আপনার logon screen। এবার পরীক্ষার জন্য আপনার PC Restart করতে পারেন।
Windows 7 ব্যবহারকারীরা এখানে ক্লিক করুন।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

thank you