Monday, August 6, 2012


ক্যালকুলেটরের ভিতরে লুকিয়ে রাখুন আপনার পিসির প্রয়োজনীয় ফাইল

Ads by Techtunes - tAds
Smart Technologies BD - Tomorrow's TechnologyToday
এবার ক্যালকুলেটরে লুকিয়ে রাখা যাবে আপনার প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার। কি কথাটা বিশ্বাস হচ্ছে না। আমারও প্রথমে বিশ্বাস হয়নি। ক্যালকুলেটরে হল হিসাব নিকাশের যন্ত্র। এতে আবার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার কিভাবে স্টোর করে রাখা যাবে। হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই সেফ ক্যালকুলেটরে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার খুব সহজেই লুকিয়ে রাখতে পারেন। আপনি যখন Safe Calculator স্টাট করবেন তখন তা নিচের ছবির মত দেখাবে।
Download


এই Safe Calculator এর ডিফল্ট পিন কোড হচ্ছে ১২৩। তাই ক্যালকুলেটরটি আনলক করতে ১২৩ টাইপ করুন এবং MS এ ক্লীক করুন। তাহলে ক্যালকুলেটরটি সেফ মুড এ প্রবেশ করবে। আপনি যদি পিন কোডটি পরিবতন করতে New pin এ ক্লীক করুন।

এখন আপনি + এই চিহ্নে ক্লিক করে = এই চিহ্নে ক্লীক করুন। এবার আপনি যে ফাইলটি স্টোর করতে চান তাতে ক্লীক করে Store বাটনে ক্লীক করুন।

No comments:

Post a Comment

thank you