Monday, August 6, 2012


মোবাইলে টাকা রিচার্জ করুন ডাচ্ বাংলা ব্যাংক (DBBL) এর নিক্সাস ডেবিট অথবা মাস্টার কার্ড দিয়ে !

Ads by Techtunes - tAds
Akhoni.com - Place for The Best Deals
বর্তমান সময়ের অনলাইন ব্যাংক হিসাবে বাংলাদেশে ডাচ্ বাংলা ব্যাংক  এর জনপ্রিয়তা আশাকরি সবারই জানা আছে। এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য ব্যাংকটি সবসময় সময়ের সেরা সুবিধা গুলি আমাদেরকে দিয়ে এসেছে।
ডাচ্ বাংলা ব্যাংক এবার চালু করল অনলাইন মোবাইল রিচার্জ। PayOnex ও DBBL যৌথভাবে সুবিধাটি দিচ্ছে । এটি ডেভেলপ করেছে বাংলাদেশের সেরা ই-কমার্স সফট্ওয়ার ডেভেরপমেন্ট টিম "BDinfosys" । এই পদ্ধতির মাধ্যমে আপনি বিশ্বের যে কোন স্থানে বসে আপনার বাংলাদেশি মোবাইল সিমে টাকা রিচার্জ করতে পারবেন । এবং বিশ্ব কাপের আগে এই পদ্ধতিতে রিচার্জ করে জিতে নিতে পারেন উদ্বোধনি অনুস্ঠানের টিকেট ।
পদ্ধতিটির ছোট বিবরন :
প্রতি রিচার্জ-এ চার্জ কাটা হবে  - ০.০২৬% । ১০ টাকায় ০.২৬ পয়সা 
কার্ড সাপোর্ট করে  - ডিবিবিএল নিক্সাস এবং মাস্টার কার্ড 
সর্বনিম্ন রিচার্জর পরিমান - ১০ টাকা 
সাপোর্ট অপারেটর  - বাংলালিংক, এয়ারটেল, রবি, গ্রামীন ফোন ও টেলিটক 
সিম টাইপ  - প্রিপেইড / পোস্টপেইড 
এবার আসি নিরাপত্তা প্রসঙ্গে :
এই সিস্টেমটি ১০০% নিরাপদ । কারন আপনার কার্ড ইনফরমেশন যে সাইটে দিবেন সেটি  DBBL এর নিজস্ব সাইট । প্রথেমে  PayOnex এর যে সাইটটি আসবে সেখানে শুধু আপনার মোবাইল নাম্বার এবং রিচার্জর পরিমান লিখতে হবে ।
কিভাবে করবেন :
১. এইখানে ক্লিক করে চলে যান PayOnex এর সাইটে । এবার দেখুন নিচের ছবির মত একটি খালি ফর্ম এসেছে ।
২. নেটওয়ার্ক অপারেটর, মোবাইল নাম্বার, রিচার্জর পরিমান, সিম টাইপ ও আপনার ইমেইল আইডি দিয়ে ফর্মটি পূরন করে continue ক্লিক করুন ।
৩. এবার দেখুন আপনার দেওয়া ইনফরমেশনগুলি পুনরায় দেখাচ্ছে ।
৪. সবকিছু ঠিক থাকলে “click here” দিয়ে চলে যান DBBL এর সাইটে । দেখুন নিচের ছবির মত খালি ফর্ম চলে  এসেছে । এখানে আপনার কার্ড-এ দেওয়া নাম, কার্ড টাইপ, কার্ড নাম্বার এবং পিন কোড দিয়ে "subnit"  বাটনে ক্লিক করুন ।
৫. কয়েক সেকেন্ডের মধ্যে 492 থেকে আপনার মোবাইলে মেসেজ পাবেন ।
৬. হয়ে গেল আপনার মোবাইল রিচার্জ !
বিঃ দ্রঃ - সাইটটি আপগ্রেডের  জন্য সাময়ীকভাবে বন্ধ  আছে ! পূনরায় চালু হবে ১লা ফেব্রুয়ারী ।

No comments:

Post a Comment

thank you