আমি যখন কঠিন করে কিছু বলি তখনই
তা মনে ধরে বসে থাকো ,
আর যখন হাজারও বার
বলি ভালোবাসি তা মুহূর্তে ভুলে যাও ।
চারপাশে এত মানুষের ভীরে আমি কোথায় ?
আমার স্বার্থহীন ভালোবাসার পরিণতি যদি এটাই
হয় , তবে আর কি বলার আছে ?
এত প্রার্থনা , এত মিনতি সব কিছু অর্থহীন
হয়ে যাচ্ছে ।
তুমি ছিলে আমার জীবনের কেন্দ্রবিন্দু , কিন্তু
তোমার কাছে এখন আমি এক বর্ণহীন অতীত
ছাড়া আর কিছু নই ।
এত মানুষ তোমাকে ভালোবেসে পাগল , সেখানে আমার
ভালোবাসা বড় অসহায় ।
হয় , তবে আর কি বলার আছে ?
এত প্রার্থনা , এত মিনতি সব কিছু অর্থহীন
হয়ে যাচ্ছে ।
তুমি ছিলে আমার জীবনের কেন্দ্রবিন্দু , কিন্তু
তোমার কাছে এখন আমি এক বর্ণহীন অতীত
ছাড়া আর কিছু নই ।
এত মানুষ তোমাকে ভালোবেসে পাগল , সেখানে আমার
ভালোবাসা বড় অসহায় ।
No comments:
Post a Comment
thank you