সহজেই বানিয়ে ফেলুন আপনার সাইটের ব্রাউজার টুলবার
Ads by Techtunes - tAds
আমরা অনেক সময় বিভিন্ন সাইটের টুলবার দেখে থাকি। ইয়াহুর টুলবারটা সবার পরিচিত। আপনার সাইটের প্রসারের জন্য যদি আপনি টুলবার বানাতে চান তা খুব সহজেই পারেন। (অনেকে যদিও ব্যপারটা জানে ) যারা না জানে শিখে নিন ।প্রথমেআপনাকে http://accounts.conduit.com এ গিয়ে রেজিস্ট্রশন করতে হবে। তারপর টুলবার অপশনে গিয়ে নিচের মতো ছবিটি দেখতে পাবেন।
এখান থেকে আপনার টুলবারে যে সব আইটেম যুক্ত করতে চান তা এড করুন। টুল বার ডাউনলোডের একটি পেজ তৈরী হবে অনেকটা এরকম লিংকhttp://BanglaTutorial.OurToolbar.com এরকম লিংকটি আপনি প্রচার করে দিতে পারেন।
নিজের সাইটের আরএসএস সংযুক্ত করতে পারেন টুলবারে যেমন-
আবহাওয়ার খবরও নিতে পারবে টুলবারের সাহায্যে যেমন-
ইমেইল আসলে আপনাকে জানিয়ে দিবে যেমন-
সার্চ সহ এরকম আরও অনেক সুবিধাই দিতে পারেন ।
No comments:
Post a Comment
thank you