Monday, December 10, 2012

নিজের কষ্টটুকু কখনোই অন্য কাউকে বোঝানো সম্ভব নয়।। এটা কেবল নিজেরই,নিজেকেই বুঝতে হয়।। হয়তো জানালার পর্দার আড়ালে নয়তো খোলা আকাশের নিচে একলা ছাদে বসে আনমনে নিঃশব্দে কষ্টের অনুভূতিগুলো নাড়া দেয় মনকে।। কখনো হয়তো সহ্য হয়, তখন চোখ মুছেই দূরে সরে যাই।। আর যখন সহ্য হয় না,চোখ বন্ধ করে ঘুমিয়ে যাই।। ঘুম যখন ভেঙ্গে যায় বুঝতে পারি চোখ ভিজে, বালিশ চুপসে গেছে।।

No comments:

Post a Comment

thank you