আমারও অন্য সবার মতো হাসতে ইচ্ছা হয় ♥
মাঝে মাঝে খোলা আকাশের নিচে একা হেটে যেতে ইচ্ছা হয় ♥
বৃষ্টির পানি হাতে নিয়ে চোখের পানিতে মিশাতে ইচ্ছা হয় ♥
ঘাসের উপর শুয়ে তারা গুনতে ইচ্ছা হয় ♥
চাঁদের আলোতে গায়ে জোছনা মাখতে ইচ্ছা হয় ♥
কখনো কখনো খুব কাঁদতে ইচ্ছা হয়! ♥
~নীল নয়না~
No comments:
Post a Comment
thank you