" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Tuesday, December 11, 2012
আমি এই সাইটে নতুন এবং এটি আমার প্রথম পোষ্ট। সাধ্যমত বুঝানোর চেষ্টা করব। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমি একটি মজার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। বর্তমানে মোবাইল ফোন ব্যাবহার করে না এমন লোক খুজে পাওয়া যাবে না বরং একাধিক সিম ব্যাবহার করে এমন লোকের সংখ্যাই বেশি হবে। কারন একেক অপারেটর-এর একেক সুবিধা, ব্যাবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী একাধিক সিম-কার্ড ব্যাবহার করে থাকেন। তাই মোবাইল ফোনের নাম্বার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যদি সিম-কার্ড এ ব্যাল্যান্স থাকে তবে নাম্বার বের করা সহজই কিন্তু যদি সিম-কার্ড এ ব্যাল্যান্স না থাকে তবে কিন্তু ব্যাপারটা খুবই জটিল হয়ে দাঁড়াবে। এ অবস্থায় আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের নাম্বারটি বের করে নিতে পারেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি অপারেটর-এর কোড দেয়া হল এই কোডগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার মোবাইল নাম্বারটি বের করতে পারেন-
গ্রামীণ ফোন প্রি-পেইড = *১১১*৮*২#
গ্রামীণ ফোন পোষ্ট-পেইড = *১১১*৮*৩#
বাংলালিঙ্ক = *৫১১#
রবি = *১৪০*২*৪#
এয়ারটেল = *১২১*৬*৩#
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
thank you