Saturday, July 28, 2012


কোন সফটওয়্যার ছাড়াই ইউটিউব এর ভিডিও হরেক ফরমেট এ ডাউনলোড করুন!!(ইউটিউব প্রেমিদের অবশ্যপাঠ্য)

আমি বলতে গেলে tunerpage এর একজন একনিষ্ঠ পাথক। এই প্রথম পোস্ট দেবার চেষ্টা করছি, হওত অনেকেই এধরনের টিউন দেখেছেন,তাও প্রথম টিউন হিসেবে লিখেই ফেললাম।আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা ।বর্তমানে ভিডিও দেখা বা ডাউনলোড করার কথা আসলে আমরা প্রথমেই যে ওয়েবসাইট টির শরনাপন্ন হই সেটা হল ইউটিউব। ইউটিউব এর নাম জানে না এমন লোক খুঁজে পাওয়া মুস্কিল। আজ আমরা দেখব ইউটিউব থেকে কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই আপনার পছন্দের ভিডিও টি কাঙ্খিত ফরমেটে ডাউনলোড করতে পারবেন। তাহলে কাজের কথা শুরু করা যাক।
YouTubeIcon কোন সফটওয়্যার ছাড়াই ইউটিউব এর ভিডিও হরেক ফরমেট এ ডাউনলোড করুন!!(ইউটিউব প্রেমিদের অবশ্যপাঠ্য)
প্রথমে আপনার কাঙ্খিত ভিডিও টি ইউটিউব এর যে পেইজ এ আছে তাতে যান। ধরুন আপনার পেইজ এর লিঙ্ক
এখন www. এর জায়গায় ss দিন। অর্থাৎ,ssyoutube.com/watch?v=SAp8datqnW4  । এখন রিলোড করুন। তারপর এরকম আসবে-
capture1 কোন সফটওয়্যার ছাড়াই ইউটিউব এর ভিডিও হরেক ফরমেট এ ডাউনলোড করুন!!(ইউটিউব প্রেমিদের অবশ্যপাঠ্য)
এবার কাঙ্খিত ফরমেট এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।পোস্ট টা ভাল লাগলে অবশ্যই কমেন্ট করুন , যেন ভবিষ্যতে আরও প্রয়োজনীয় পোস্ট দিতে পারি।দয়া করে কমেন্ট করে উৎসাহ যোগাবেন।
 

No comments:

Post a Comment

thank you