Thursday, July 12, 2012


  • ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন, কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই!
    ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন, কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই!




    ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন, কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই!

    Ads by Techtunes - tAds
    Dueza.com
    ব্যক্তিগত ফোল্ডারের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। অনেকে আবার এই কাজটি করতে বিভিন্ন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে। কিন্তু কোন সফটওয়্যার ছাড়াই আপনার ব্যক্তিগত ফোল্ডারকে সুরক্ষিত রাখতে পারেন। আমার আগের একটি টিউনে কমান্ড প্রম্পটের মাধ্যমে ফোল্ডার হাইড করার পদ্ধতি সম্পর্কে বলেছিলাম। কিন্তু এখন যে পদ্ধতি সম্পর্কে লিখছি, এই পদ্ধতি প্রয়োগ করে একই সঙ্গে ফোল্ডার হাইড এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।
    নিচের ধাপগুলো অনুসরণ করুন।
    • প্রথমে এখানে ক্লিক করে সম্পূর্ণ কোড কপি করে নিন
    • নোটপ্যাড খুলে কোডগুলো পেষ্ট করুন
    lpswd.PNG
    • পেষ্ট করা কোডে উপরের ছবিতে দেখানো যায়গায় আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করুন
    • *.bat এক্সটেনশন দিয়ে সেভ করুন। অর্থাৎ সেভ করার পূর্বে ফাইলটির নাম (যে কোন) দেবার পর .bat (xxxx.bat) দিয়ে তারপর সেভ করুন
    • এবার যে ফাইল বা ফোল্ডার হিডেন করতে চান সেখানে সেভ করা ফাইলটি রাখুন
    • ফাইলটির উপর ডাবল ক্লিক করুন এবং দেখুন সেখানে Locker নামে একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে
    • এখন আপনি যেসব ফাইল বা ফোল্ডার সুরক্ষিত রাখতে চান সেগুলো কপি করে এই ফোল্ডারে রাখুন
    • এরপর আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং Y টাইপ করে Enter দিন
    • দেখুন Locker নামের ফোল্ডারটি গায়েব
    • ফোল্ডারটি ফিরিয়ে আনতে আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং আপনার দেয়া পাসওয়ার্ডটি টাইপ করে Enter চাপুন
    • দেখুন Locker নামের ফোল্ডারটি আবার ফিরে এসেছে
    এভাবে আপনার ব্যক্তিগত ফাইল বা ফোল্ডারকে একই সাথে পাসওয়ার্ড দিতে পারেন এবং লুকিয়েও রাখতে পারেন।
  • পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া
    পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া



    আপনার বন্ধু বা আপনার কাছের মানুষের মোবাইল যদি পাসওর্য়াড দিয়ে লক করা থাকে তবে আপনি এখন তা একটি টিপস শিখে আনলক করতে পারবেন এবং পারবেন আপনার বন্ধুর সাথে মজা করতে। নিচে আমি আপনাদের জন্য বিস্থারিত ভাবে লিখে দিয়েছি।
    পাসওয়ার্ড না দিয়ে সাধারণ ভাবে কোন সেট লক করে রাখলে সেটা আনলক করার জন্য Menu + (*) বাটন প্রেস করতে হয়। কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকলে মেনু প্রেস করে পাসওয়ার্ড টাইপ করে পুনরায় মেনু প্রেস করতে হয়। এখন আপনি যদি পাসওয়ার্ড না জেনেই পাসওয়ার্ড দিয়ে লক করা 1110 সেট আনলক করতে চান, তাহলে প্রথমে Menu প্রেস করুন। এখন সিকিউরিটি কোড তথা পাসওয়ার্ড লেখার প্রম্পট আসবে। এখানে Back (Go to) চাপুন। এখন আবার Unlock (Menu) চাপুন এবং না ছেড়ে দুই সেকেন্ড পর্যন্ত একটানা চেপে ধরে রাখুন। দুই সেকেন্ড পর দেখবেন Now Press * কমান্ডটা এক ঝলক দেখা দিয়েই মিলিয়ে যাবে। কমান্ডটা দেখার সাথে সাথেই আপনাকে Unlock (*) বাটন প্রেস করতে হবে। তাহলেই দেখবেন আনলক হয়ে গেছে।
    কেমন লাগল বন্ধুরা?





  • কেবলমাত্র পেনড্রাইভ প্রবেশ করিয়েই হ্যাক করুন যে কারো ই-মেইলসহ সকল পাসওয়ার্ড !!! কি অবাক হচ্ছেন?
    কেবলমাত্র পেনড্রাইভ প্রবেশ করিয়েই হ্যাক করুন যে কারো ই-মেইলসহ সকল পাসওয়ার্ড !!! কি অবাক হচ্ছেন?


  • password protect
    আপনার কম্পিউটার এর যে কোন ফাইল অথবা ফোল্ডার পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখুন তা ও আবার কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই।



    আপনার কম্পিউটার এর যে কোন ফাইল অথবা ফোল্ডার পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখুন তা ও আবার কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই।

    Ads by Techtunes - tAds
    Akhoni.com - Place for The Best Deals
    অনেক সময় আমরা আমাদের বিভিন্য ব্যক্তিগত ফাইল অথবা ফোল্ডার অন্য দের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই,আর এ জন্য আমরা বিভিন্ন জটিল অপশন এর ফোল্ডার হাইড অথবা ফোল্ডার পাসওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করি যেগুলোতে ঝামেলা অনেক বেশি আর জটিল অপশন সমৃদ্ধ।আমরা চাইলে একটি ছোট্ট সাধারন ট্রিক্সের মাধ্যমে এ কাজ টি কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই করতে পারি।এতে যেমন বাঁচবে আমাদের সময় ঠিক তেমনি বাঁচবে কম্পিউটার এর মুল্যবান RAM.চলুন দেখা যাক।


    ১.আপনি যে ফাইল অথবা ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চান সেটির উপর রাইট ক্লিক করুন এবং "Send to Compressed(ziped) Folder" ক্লিক করুন।

    ২.দেখবেন যে আপনার ফাইল অথবা ফোল্ডারটি zipped folder এ পরিনত হয়েছে।


    ৩.এবার আপনার কাংখিত ফাইল অথবা ফোল্ডারটির উপর রাইট ক্লিক করুন এবং open with,  compressed (zipped) Folder এর মাধ্যমে ওপেন করুন।

    ৪. এবার স্ক্রিনের ফাঁকা যায়গায় রাইট ক্লিক করুন এবং Add password সিলেক্ট করুন।

    ৫. আপনার পাসওয়ার্ড সেট করুন এবং বের হয়ে আসুন।

    ৬. এবার জিপ ফাইলটিকে Extract করুন,দেখবেন password চাইছে। Password দিয়ে Ok করুন।

    ৭. ব্যস পেয়ে গেলেন আপনার কাংখিত ফাইল অথবা ফোল্ডারটি। আপনার প্রয়োজনীয় কাজ শেষে পাসওয়ার্ড প্রটেক্টেড জিপ ফাইল অথবা ফোল্ডারটি রেখে আনজিপ ফাইল অথবা ফোল্ডারটি ডিলিট করে দিন।
    বাড়তি নিরাপত্তার জন্য জিপ ফাইল অথবা ফোল্ডারটির এক্সটেনশন চেঞ্জ করে দিন।

    তাহলে কেউ বুঝতে পারবে না যে এটি একটি জিপ ফাইল।আবার মেইন ফাইলটির দরকার হলে এক্সটেনশন .mp3 থেকে .zip করে নিন এবং আগের পদ্ধতি অনুসরন করুন.
    অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি   করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
    ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
  • ছবির অন্তরালে লুকিয়ে রাখুন আপনার ব্যক্তিগত ফাইল (পাসওয়ার্ড ছাড়াই)
    ছবির অন্তরালে লুকিয়ে রাখুন আপনার ব্যক্তিগত ফাইল (পাসওয়ার্ড ছাড়াই)




    hiddenfolder
    আমাদের অধিকাংশেরই বাসার অথবা অফিসের কম্পিউটারটি আর পাঁচজনের সাথে শেয়ার করতে হয়। তাই অনেকসময়ই আমরা চিন্তিত থাকি আমাদের ব্যক্তিগত ফাইলগুলো কিভাবে অন্যদের নজর এড়িয়ে সুরক্ষিত রাখা যায়। বাজারে পাসওয়ার্ড লকের বিভিন্ন সফটওয়ার পাওয়া যায়। আবার এইসব সফটওয়ারের লক খোলার সফটওয়ারেরও অভাব নাই। অনেকেই পাসওয়ার্ড দেবার ঝামেলায় যেতে চান না। কারণ পাসওয়ার্ড লক সফটওয়ারটি ইনস্টল করা মানেই অন্যরা জেনে যাওয়া; হ্যা আমার কিছু ব্যক্তিগত ফাইল আছে যা অন্যদের নিকট থেকে লুকিয়ে রাখতে চাচিছ। অন্যদের জানতেও দিবেন না, পাসওয়ার্ডও ব্যবহার করবেন না তারপরও আপনার ব্যক্তিগত ফাইলটা লুকিয়ে রাখতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হচেছ আপনার ব্যক্তিগত ফাইলটি লুকিয়ে থাকবে একটি ছবির অন্তরালে। অন্যরা সেই ছবিটি দেখতে পারবে কিন্তু কেউ কল্পনাও করতে পারবে না যে এর ভিতরে গুপ্তধন( আপনার ব্যক্তিগত ফাইল) লুকিয়ে রাখা হয়েছে।
    কি বিশ্বাস হচেছ না? আসুন ট্রাই করেই দেখা যাক না। সম্ভব কি অসম্ভব। প্রথমেই আপনার কাজ হবে যেকোন একটা ছবি নির্বাচন করা। মানে যে ছবির অন্তরালেই আপনি আপনার ব্যক্তিগত ফাইলগুলি লুকিয়ে রাখতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করুন। এবার ছবিটি কপি করে ডেস্কটপে নিয়ে আসুন। একই সাথে আপনার ব্যক্তিগত ফাইলগুলিও একফাইলে নিয়ে কপি করে ফাইলটি ডেস্কটপে নিয়ে আসুন এবং ব্যক্তিগত ফাইলটি যেকোন কম্প্রেসার টুল দিয়ে কম্প্রেস করে নিন। আপনার পিসি আসা করি আগে থেকেই Winrar, Winzip, Winace এমন যেকোন একটা কম্প্রেসন টুল ইনস্টল করা আছে। এর যেকোন একটা টুল দিয়ে ব্যক্তিগত ফাইলটি কম্প্রেস করুন। কম্প্রেস করা হয়ে গেলে Command Prompt এ আসুন।
    startup বাটন থেকে Runএ যেয়ে cmd লিখে ENTER Press করুন।
    এবার cd "desktop" লিখে ENTER Press করুন।
    নিচের সুত্রটি ফলো করুন - copy /b picturename.jpg + foldername.rar outputfilename.jpg এবং লেখা হয়ে গেলে আবারও ENTER Press করুন।
    [ এখানে picturename মানে আপনার ছবিটির যে নাম। যদি ছবিটির নাম হয় 12। আপনি লিখবেন 12.jpg। একইভাবে foldername মানে কম্প্রেসন ফোল্ডারটির নাম এবং outputfilename.jpg মানে নতুন ফাইলটির যে নাম আপনি রাখতে চাচ্ছেন। ধরি, আসল ছবির নাম 12, কম্প্রেসন ফোল্ডারটির নাম 23 এবং নতুন ফাইলটির নাম হবে 34। সেক্ষেত্রে, আপনি লিখবেন, copy /b 12.jpg + 23.rar 34.jpg ।]
    উল্লেখ্য, আপনি যদি কম্প্রেসন টুল হিসেবে Winrar এর পরিবর্তে Winzip করেন সেক্ষেত্রে আপনার সুত্রটি হবে, copy /b picturename.jpg + foldername.rar outputfilename.jpg
    আশা করি সাফল্যের সাথে সবগুলো স্টেপ ফলো করেছেন এবং আপনার ব্যক্তিগত ফাইলটি ছবির অন্তরালে লুকিয়ে রেখতে সক্ষম হয়েছেন। আপনি নতুন ডেস্কটপে কপি হওয়া নতুন ছবিতে ডবল ক্লিক করুন। কি দেখা যায়? শুধুই ছবি। সবাই ছবিটিই দেখতে পাবে এর অন্তরালে যে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ফাইলটি লুকিয়ে রয়েছে কেউই ঘুনাক্ষরে বুঝতে পারবেনা।
    এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জেগেছে, গোপনীয় ফাইলটি কিভাবে উদ্ধার করবো। খুবই সহজ। আগের মতোই Command Prompt যেয়ে cmd লিখে ENTER Press করুন এবং আবার cd "desktop" লিখে ENTER Press করুন।
    এবার লিখুন, ren outputfilename.jpg outputfilename.rar or zip and ENTER Press করুন।
    ( এখানে outputfilename.jpg মানে আপনার নতুন তৈরিকৃত ছবিটি নাম যা আপনি রেখেছিলেন এবং outputfilename.rar অথবা outputfilename.zip মানে আপনি নতুন করে গোপনীয় ফাইলটি যে নামে পেতে চাচ্ছেন। outputfilename.jpg এর নাম 34 এবং outputfilename.rar নাম 35 হলে। আপনি লিখবেন , ren 34.jpg 35.rar )
    এবার কম্প্রেসন টুল দিয়ে কম্প্রেসন ফাইলটি আপজিপ করে নিন। ব্যস, আপনি আপনার ব্যক্তিগত ফাইলটি আবার ব্যবহার উপযোগী অবস্থায় পেয়ে গেলেন।
    বিদ্র: আমি কাজের সুবিধার জন্য ডেস্কটপে আমার এক্সপেরিমেন্টটি চালিয়েছি। আপনি ইচ্ছা যে কোন ড্রাইভেই আপনার ফাইলটি ছবির অন্তরালে লুকিয়ে রাখতে পারেন।

  • কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের সাটডাউনের সময় নির্ধারণ করুন
    কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের সাটডাউনের সময় নির্ধারণ করুন

No comments:

Post a Comment

thank you