Thursday, June 28, 2012


আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে
রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে
ফুলেরও মতন
তুমি যেন ভুল বুঝনা
আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায়
অনেক বাঁধাই আসে
মনেরও সেই ফুলদানীতে
ফোটে যদি ফুল
বেলি-গোপাল-গন্ধরাজ
আর সুবাসী বকুল
কত মধুর স্বপ্ন দেখি
আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্নগুলো
সত্যি করে দিয়ে
তোমার মাঝে আমি যেনো
ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে
তরণী যেমন

No comments:

Post a Comment

thank you