Monday, June 18, 2012

                                                                      


যখন তুমি আমার জীবনে ছিলে, তোমাকে কখনো গুরুত্ব দেই নি
ভাবতাম তুমি অকারনে বড় বিরক্ত করো।
কথায় কথায় ফোন করা,
এখন আর কেও ছোট ছোট কথায় বিরক্ত করে না......
কিন্তু কেন যেন আজকাল খুব বিরক্ত হতে ইচ্ছা হয়।
তোমার ছোট ছোট আবদার গুলো পালন করতে ইচ্...ছা হয়।
তোমায় তোমার মত করে ভালবাসতে ইচ্ছে হয়।
জানি আজ তুমি আমার নও। কারো সংসার নিজের মত করে গুছিয়ে নিয়েছ।
ময়্নাপাখি আমি এও জানি তুমি আমায় এখনও ভালোবাসো।
... কিন্তু এখন আর ফিরে আসবে না। কারন তুমি ওয়াদা করলে তা পালন করো
তাইতো আমায় করা ওয়াদা পালন করতে তুমি আজ অন্য কারো ঘরের গৃহিণী।
হয়ত এখন তুমি ভালোই আছো। অথবা কারো বুকে মাথা গুঁজে চোখের জল ঢাকো।
তখন বুঝিনি আমি তোমার মর্ম, আর এখন শুধু চোখের জলে লিখে যাই ফিরে এসো........................
জানি তুমি আসবে না, তবু মন তোমার অপেক্ষায় আছে,
যদি পার অভাগাকে মাফ করে দিও..............

No comments:

Post a Comment

thank you