miror4u
" ভিক্ষা তোমার কাছে কেউ যদি চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও কিন্তু কুকুর লেলিয়ে দিও না।আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে।আর তক্ষুনি তার নাম হয় অবমাননা"।---নজরুল"
Monday, August 24, 2015
Tuesday, November 12, 2013
Sunday, April 14, 2013
******IMPORTANT 4 M.S.C IN E.C.E IN GERMAN******
Hi ,i am from bangladesh is there any univiersity or college in Germany for no tution fess. If there any unvesity or college remain then ,if there any chance for part time job...plz let me inform
Saturday, April 13, 2013
তুমিহীনতার কোন যুক্তি নেই
নিঃস্বঙ্গতার সঙ্গী নেই
তবুও ভোর এলো আমায় কাঁদাতে
দুপুর রোদে চোখে জল শুকাতে
তুমি নেই, আমার কোন অভিযোগ নেই।
প্রেম নামে অহেতুক বিলাসীতা নেই
তাই শ্বাসরুদ্ধকর কষ্ট নেই
তবুও রাত এলো আমায় ভাবাতে
ভোরের অনেক আগে ঘুম ভাঙ্গাতে
তুমি নেই, আমার কোন অভিযোগ নেই।
তুমি নেই বলে শত সুরের মায়ায়
আমি গান থামাতে পারিনি
তুমি নেই বলে কলমে অশ্রু ভরে
আমি কান্না লিখতে শিখেছি
তবুও কেন জানি ভালবাসায় কথায়
মিশে ভয় গাঁথে হৃদয়ে
ক্ষতি নেই, আমার কোন অভিযোগ নেই
তুমি নেই, আমার কোন অভিযোগ নেই।
তুনি নেই বলে ভুলেও বলবোনা
নতুন ভালবাসা আসেনি
তুমি নেই বলে আমি স্বপ্ন দেখার ভয়ে
ঘুম তাড়িয়ে দিয়েছি
তবুও কেন জানি পুরোনো স্মৃতির মায়ায়
মিছে আশা জাগে হৃদয়ে
ভাল নেই, আমার কোন অভিযোগ নেই
তুমি নেই, আমার কোন অভোযোগ নেই।
অবিশ্বাসের কোন সত্যি নেই
আর একাকীত্বে কোন কৃতিত্ব নেই
তবুও গৌধূলী শোকের ছোঁয়াতে
মন কাঁদে সূর্যের বিদায়ে
তুমি নেই, আমার কোন অভিযোগ নেই।
অভিমানের কোন মানে খুজিনি
আর অনুরাগের অবসর আসেনি
তবুও অনুনয়, শুধু তোমাকে
আরেরকটিবার এসো এই জীবনে
তুমি নেই, আমার কোন অভিযোগ নেই।
Friday, April 12, 2013
****DUKKHO AMR BASOR GHOR*****
মানুষের জীবনে ঘটনা দুর্ঘটনা থাকবেই । কিন্তু দুর্ঘটনা যেন আমার জীবনে বেশি ঘটে । সেদিন পুরোনো কিছু কাগজ দেখতে
গিয়ে হঠাৎ একটা খাম পেলাম । দেখে একজনের কথা মনে পড়ে গেল । যখন দিয়েছিল তখন পড়িনি ভুলে যাওয়ায় ।
এখন ও তাকে খুজে বেড়াই । কখনও ভাবিনি তার ভেতরে কষ্ট ছিল। তার কষ্টের কথাই লিখেছিল আমাকে । কষ্ট ভাগ করলে
কমে যায় । তাই তার কথা গুলো তুলে দিলাম এখানে ........
Today is my birthday ,
But no one remember me .
Today is my birthday ,
But no one wishes me .
Today is my birthday ,
But i set no gift .
Today is my birthday ,
But i face problem in lift .
Today is my birthday ,
But i arrive late .
Today is my birthday ,
But i can't celebrate .
Today is my birthday ,
But its not raining .
Today is my birthday ,
But my heart is deeply crying .
Thursday, April 11, 2013
আসসালামুয়ালাইকুম কেমোন আছেন ?
আমি নতুন রুপকথা
আজ আমি একটা গুরুত্বপূর্ণ এবং দরকারি পোষ্ট আপনাদের জন্য হাজির হলাম ।
ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন ।

শিক্ষা,চিকিৎসা,ভ্রমন,অফিসিয়াল এবং বিভিন্ন রকম কাজের জন্য দেশের বাহিরে যেতে হয়।
আমরা সবাই জানি বিদেশ যাওয়ার প্রথম কাজ হচ্ছে পাসপোর্ট নেওয়া।
স্বাবাভিক ভাবে পাসপোর্ট এর জন্য আবেদন অনেক ঝামেলার বেপার এবং
ব্যাপক কষ্ট সাধ্য এবং হয়রানি তো আছেই ।আজ আপনাদের আমন উপায় বলে দিব যাতে করে আপনি ঘরে বসে ইন্টারনেট এর মাদ্ধমে পাসপোর্টের আবেদন করতে পারবেন।
যেই ওয়েব সাইট এ আবেদন করবেন সেই ওয়েবসাইট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিজস্ব ওয়েবসাইট ।
http://www.passport.gov.bd/
আবেদন করার উপায় ঃ
আপনি যদি অনলাইন এ পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনি
প্রথমে এই লিঙ্ক এ যান http://www.passport.gov.bd/
এইরকম একটা পেজ আসবে।

আমি নতুন রুপকথা
আজ আমি একটা গুরুত্বপূর্ণ এবং দরকারি পোষ্ট আপনাদের জন্য হাজির হলাম ।
ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন ।
শিক্ষা,চিকিৎসা,ভ্রমন,অফিসিয়াল এবং বিভিন্ন রকম কাজের জন্য দেশের বাহিরে যেতে হয়।
আমরা সবাই জানি বিদেশ যাওয়ার প্রথম কাজ হচ্ছে পাসপোর্ট নেওয়া।
স্বাবাভিক ভাবে পাসপোর্ট এর জন্য আবেদন অনেক ঝামেলার বেপার এবং
ব্যাপক কষ্ট সাধ্য এবং হয়রানি তো আছেই ।আজ আপনাদের আমন উপায় বলে দিব যাতে করে আপনি ঘরে বসে ইন্টারনেট এর মাদ্ধমে পাসপোর্টের আবেদন করতে পারবেন।
যেই ওয়েব সাইট এ আবেদন করবেন সেই ওয়েবসাইট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নিজস্ব ওয়েবসাইট ।
http://www.passport.gov.bd/
আবেদন করার উপায় ঃ
আপনি যদি অনলাইন এ পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনি
প্রথমে এই লিঙ্ক এ যান http://www.passport.gov.bd/
এইরকম একটা পেজ আসবে।
তার পর পেজ এর নিচের I have read the above information and the relevant guidance notes. একটা ক্লিক দেন এবং CONTINUE TO ONLINE ENROLMENT এ ক্লিক করেন

।ক্লিক করার পর ৫-১০ লোডিং করার পর নতুন পেজ আসবে ।
নতুন এই পেজ টায় আপনি আপনার সকল * দেওয়া ঘর গুলো পুরন করবেন।
যেই দেশ থাকে আবেদন করছেন সেই দেশের নাম দেবেন।
পাসপোর্ট টাইপ ORDINARY দেবেন ।
Delivery Type: আপনার প্রয়োজন মতো দেবেন ।
তবে Regular দেলে ভালো হয়,
আর্জেন্ট হলে এক্সপ্রেস দেবেন।
নিচের ছবির মতো ।

পার্সোনাল ইনফর্মেশন
name of applicent: আপনার সম্পূর্ণ নাম দিন।
fast gigen name: প্র্যয়োজন নেই।
second name : আপনার ডাক নাম যেই নামে আপনাকে সবাই চেনে সেই নাম দিন।
আপনার বয়স যদি ১৬ বছরের কম হয় তাহলে gurdian ট্যাব এ ক্লিক করেন।
তার পর আপনার পিতার নাম মাতার নাম ঠিক মতো দিন।
।ক্লিক করার পর ৫-১০ লোডিং করার পর নতুন পেজ আসবে ।
নতুন এই পেজ টায় আপনি আপনার সকল * দেওয়া ঘর গুলো পুরন করবেন।
যেই দেশ থাকে আবেদন করছেন সেই দেশের নাম দেবেন।
পাসপোর্ট টাইপ ORDINARY দেবেন ।
Delivery Type: আপনার প্রয়োজন মতো দেবেন ।
তবে Regular দেলে ভালো হয়,
আর্জেন্ট হলে এক্সপ্রেস দেবেন।
নিচের ছবির মতো ।
পার্সোনাল ইনফর্মেশন
name of applicent: আপনার সম্পূর্ণ নাম দিন।
fast gigen name: প্র্যয়োজন নেই।
second name : আপনার ডাক নাম যেই নামে আপনাকে সবাই চেনে সেই নাম দিন।
আপনার বয়স যদি ১৬ বছরের কম হয় তাহলে gurdian ট্যাব এ ক্লিক করেন।
তার পর আপনার পিতার নাম মাতার নাম ঠিক মতো দিন।
citizenship information ;
জাতীয়তা বাংলাদেশি দিন ,
citizenship status ; by birth দিন ,
dual citizenship থাকলে দিন ,

জাতীয়তা বাংলাদেশি দিন ,
citizenship status ; by birth দিন ,
dual citizenship থাকলে দিন ,
spouse যদি থাকে নাম ঠিকানা দিন ।
না থাকলে কিছু লেখার প্রয়োজন নেই।
তার পর আপনার জন্ম তারিখ,লিঙ্গ,জন্ম সনদ এর নাম্বার দিন ।
,
বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিন ।বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানএকি হলে same as avove এ ক্লিক করেন।
তার পর ফরম পুরন করেন সঠিক তথ্য দিয়ে,
শেষে save and next এ ক্লিক করেন।
না থাকলে কিছু লেখার প্রয়োজন নেই।
তার পর আপনার জন্ম তারিখ,লিঙ্গ,জন্ম সনদ এর নাম্বার দিন ।
,
বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিন ।বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানএকি হলে same as avove এ ক্লিক করেন।
তার পর ফরম পুরন করেন সঠিক তথ্য দিয়ে,
শেষে save and next এ ক্লিক করেন।
২য় শুরুতেই আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিন,
তার পর আপনার অন্ন কোন পরিচিত মানুষের নাম্বের দিন যাতে করে
আনাপর সাথ যোগাযোগ করা যায়,
old pasport information :
আপনার যদি আগে পাসপোর্ট করা থাকে তাহলে ওই ঘর পুরন করেন।
payment option:
আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট এর টাকা প্রদান করতে চান তাহলে
এই অপশন পুরন করেন,সঠিক ভাবে।
সেভ এবং নেক্সট বাটন এ ক্লিক করেন ।

আপনার দেওয়া সকল তথ্য জমা হল আপনি আক্তা নতুন পেজ পাবেন যাতে
আপনার আবদনের নাম্বার থাকবে ।
তার পর আপনার অন্ন কোন পরিচিত মানুষের নাম্বের দিন যাতে করে
আনাপর সাথ যোগাযোগ করা যায়,
old pasport information :
আপনার যদি আগে পাসপোর্ট করা থাকে তাহলে ওই ঘর পুরন করেন।
payment option:
আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট এর টাকা প্রদান করতে চান তাহলে
এই অপশন পুরন করেন,সঠিক ভাবে।
সেভ এবং নেক্সট বাটন এ ক্লিক করেন ।
আপনার দেওয়া সকল তথ্য জমা হল আপনি আক্তা নতুন পেজ পাবেন যাতে
আপনার আবদনের নাম্বার থাকবে ।
আবেদন করার জন্য যা যা লাগবে এবং শর্ত সমূহ >(ওয়েবসাইট থেকে নেওয়া)
• ১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
• ২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
• ৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
• ৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
• ৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
• ৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
• ৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
• ২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
• ৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
• ৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
• ৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
• ৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
• ৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
Monday, March 25, 2013
চলুন কম্পিউটার ব্যবহারকে আরও সহজ করে নেই আর জেনে নিই সব রান কমান্ড।
বলা হয় যার গতি আছে সেই সাফল্যের উজ্জ্বল মুখ দর্শন করতে পারে। তাহলে চলু
দেখে নি কিভাবে কম্পিউটার চালনায় দ্রুততা অর্জন করা যায়। আর এগিয়ে যাওয়া
যায় সাফল্যের দিকে। রান কমেন্ড হল দ্রুততা অর্জনের সহজ উপায়। রান কমেন্ড
ব্যবহার করে খুব সহজেই আপনি যেকোন প্রোগাম দ্রুত খুলতে পারবেন। আপনাদের
সুবিধার জন্য এক্সপির সব রান কমেন্ডসগুলো এখানে বিবরন সহ দেওয়া হল।
SQL Client Configuration – cliconfg | Add Hardware – Wizardhdwwiz.cpl |
System Configuration Editor – sysedit | Add/Remove Programs – appwiz.cpl |
System Configuration Utility – msconfig | Administrative Tools control – admintools |
System File Checker Utility (Scan Immediately)- sfc /scannow | Adobe Acrobat (if installed) – acrobat |
System File Checker Utility (Scan Once At Next Boot)- sfc /scanonce | Adobe Designer (if installed)- acrodist |
System File Checker Utility (Scan On Every Boot) – sfc /scanboot | Adobe Distiller (if installed)- acrodist |
System File Checker Utility (Return to Default Setting)- sfc /revert | Adobe ImageReady (if installed)- imageready |
System File Checker Utility (Purge File Cache)- sfc /purgecache | Adobe Photoshop (if installed)- photoshop |
System File Checker Utility (Set Cache Size to size x)-sfc/cachesize=x | Automatic Updates – wuaucpl.cpl |
System Information – msinfo32. | Bluetooth Transfer Wizard – fsquirt |
Task Manager – taskmgr | Calculator – calc |
System Properties – sysdm.cpl | Certificate Manager – certmgr.msc |
Task Manager – taskmgr | Character Map – charmap |
TCP Tester – tcptest | Check Disk Utility – chkdsk |
Telnet Client – telnet | Clipboard Viewer – clipbrd |
Tweak UI (if installed) – tweakui | Command Prompt – cmd |
User Account Management- nusrmgr.cpl | Component Services – dcomcnfg |
Utility Manager – utilman | Computer Management – compmgmt.msc |
Windows Address Book – wab | Control Panel – control |
Windows Address Book Import Utility – wabmig | Date and Time Properties – timedate.cpl |
Windows Backup Utility (if installed)- ntbackup | DDE Shares – ddeshare |
Windows Explorer – explorer | Device Manager – devmgmt.msc |
Windows Firewall- firewall.cpl | Direct X Control Panel (If Installed)- directx.cpl |
Windows Magnifier- magnify | Direct X Troubleshooter- dxdiag |
Windows Management Infrastructure – wmimgmt.msc | Disk Cleanup Utility- cleanmgr |
Windows Media Player – wmplayer | Disk Defragment- dfrg.msc |
Windows Messenger – msmsgs | Disk Management- diskmgmt.msc |
Windows Picture Import Wizard(need camera connected)- wiaacmgr | Disk Partition Manager- diskpart |
Windows System Security Tool – syskey | Display Properties- control desktop |
Windows Update Launches – wupdmgr | Display Properties- desk.cpl |
Windows Version (to show which version of windows)- winver | Display Properties (w/Appearance Tab Preselected)- control color |
Windows XP Tour Wizard – tourstart | Dr. Watson System Troubleshooting Utility- drwtsn32 |
Wordpad – write | Driver Verifier Utility- verifier |
Password Properties – password.cpl | Event Viewer- eventvwr.msc |
Performance Monitor – perfmon.msc | Files and Settings Transfer Tool- migwiz |
Phone and Modem Options – telephon.cpl | File Signature Verification Tool- sigverif |
Phone Dialer – dialer | Findfast- findfast.cpl |
Pinball Game – pinball | Firefox (if installed)- firefox |
Power Configuration – powercfg.cpl | Folders Properties- control folders |
Printers and Faxes – control printers | Fonts- control fonts |
Printers Folder – printers | Fonts Folder- fonts |
Private Character Editor – eudcedit | Free Cell Card Game- freecell |
Quicktime (If Installed)- QuickTime.cpl | Game Controllers- joy.cpl |
Real Player (if installed)- realplay | Group Policy Editor (XP Prof)- gpedit.msc |
Regional Settings – intl.cpl | Hearts Card Game- mshearts |
Registry Editor – regedit | Help and Support- helpctr |
Registry Editor – regedit32 | HyperTerminal- hypertrm |
Remote Access Phonebook – rasphone | Iexpress Wizard- iexpress |
Remote Desktop – mstsc | Indexing Service- ciadv.msc |
Removable Storage – ntmsmgr.msc | Internet Connection Wizard- icwconn1 |
Removable Storage Operator Requests – ntmsoprq.msc | Internet Explorer- iexplore |
Resultant Set of Policy (XP Prof) – rsop.msc | Internet Setup Wizard- inetwiz |
Scanners and Cameras – sticpl.cpl | Internet Properties- inetcpl.cpl |
Scheduled Tasks – control schedtasks | Add Hardware – Wizardhdwwiz.cpl |
Security Center – wscui.cpl | Add/Remove Programs – appwiz.cpl |
Services – services.msc | Administrative Tools control – admintools |
Shared Folders – fsmgmt.msc | Adobe Acrobat (if installed) – acrobat |
Shuts Down Windows – shutdown | Adobe Designer (if installed)- acrodist |
Sounds and Audio – mmsys.cpl | Adobe Distiller (if installed)- acrodist |
Spider Solitare Card Game – spider | Adobe ImageReady (if installed)- imageready |
Malicious Software Removal Tool – mrt | Adobe Photoshop (if installed)- photoshop |
Microsoft Access (if installed) – access.cpl | Automatic Updates – wuaucpl.cpl |
Microsoft Chat – winchat | Bluetooth Transfer Wizard – fsquirt |
Microsoft Excel (if installed) – excel | Calculator – calc |
Microsoft Frontpage (if installed)- frontpg | Certificate Manager – certmgr.msc |
Microsoft Movie Maker – moviemk | Character Map – charmap |
Microsoft Paint – mspaint | Check Disk Utility – chkdsk |
Microsoft Powerpoint (if installed)- powerpnt | Clipboard Viewer – clipbrd |
Microsoft Word (if installed)- winword | Command Prompt – cmd |
Microsoft Syncronization Tool – mobsync | Component Services – dcomcnfg |
Minesweeper Game – winmine | Computer Management – compmgmt.msc |
Mouse Properties – control mouse | Control Panel – control |
Mouse Properties – main.cpl | Date and Time Properties – timedate.cpl |
Nero (if installed)- nero | DDE Shares – ddeshare |
Netmeeting – conf | Device Manager – devmgmt.msc |
Network Connections – control netconnections | Direct X Control Panel (If Installed)- directx.cpl |
Network Connections – ncpa.cpl | Direct X Troubleshooter- dxdiag |
Network Setup Wizard – netsetup.cpl | Disk Cleanup Utility- cleanmgr |
Notepad – notepad | Disk Defragment- dfrg.msc |
Nview Desktop Manager (If Installed)- nvtuicpl.cpl | Disk Management- diskmgmt.msc |
Object Packager – packager | Disk Partition Manager- diskpart |
ODBC Data Source Administrator- odbccp32.cpl | Display Properties- control desktop |
On Screen Keyboard – osk | Display Properties- desk.cpl |
Opens AC3 Filter (If Installed) – ac3filter.cpl | Display Properties (w/Appearance Tab Preselected)- control color |
Outlook Express – msimn | Dr. Watson System Troubleshooting Utility- drwtsn32 |
Paint – pbrush | Driver Verifier Utility- verifier |
Keyboard Properties – control keyboard | Event Viewer- eventvwr.msc |
IP Configuration (Display Connection Configuration) – ipconfi/all | Files and Settings Transfer Tool- migwiz |
IP Configuration (Display DNS Cache Contents)- ipconfig /displaydns | File Signature Verification Tool- sigverif |
IP Configuration (Delete DNS Cache Contents)- ipconfig /flushdns | Findfast- findfast.cpl |
IP Configuration (Release All Connections)- ipconfig /release | Firefox (if installed)- firefox |
IP Configuration (Renew All Connections)- ipconfig /renew | Folders Properties- control folders |
IP Configuration(RefreshesDHCP&Re-RegistersDNS)-ipconfig/registerdns | Fonts- control fonts |
IP Configuration (Display DHCP Class ID)- ipconfig/showclassid | Fonts Folder- fonts |
IP Configuration (Modifies DHCP Class ID)- ipconfig /setclassid | Free Cell Card Game- freecell |
Java Control Panel (If Installed)- jpicpl32.cpl | Game Controllers- joy.cpl |
Java Control Panel (If Installed)- javaws | Group Policy Editor (XP Prof)- gpedit.msc |
Local Security Settings – secpol.msc | Hearts Card Game- mshearts |
Local Users and Groups – lusrmgr.msc | Help and Support- helpctr |
Logs You Out Of Windows – logoff….. | HyperTerminal- hypertrm |
Accessibility Controls – access.cpl | Iexpress Wizard- iexpress |
Accessibility Wizard – accwiz | Indexing Service- ciadv.msc |
Internet Connection Wizard- icwconn1 | Internet Connection Wizard- icwconn1 |
Internet Explorer- iexplore | Internet Explorer- iexplore |
আমাদের দেশের ইন্টারনেট বিলের কথা তুলে
ধরতে চাইলে এক কথায় বেশিই বলা চলে। যার কারনে অনেকেই কমমূল্যের নেট চালিয়ে
থাকেন। আর কমমূল্য মানেই কম স্পীড। আর এই স্পীড দিয়ে ফেসবুক বা টুকটাক সাইট
ভিজিট করা ছাড়া অন্যকিছু করার চিন্তা মাথাতেই অনেকের আসে নাহ :( তাই আজকে
আমরা দেখবো কিভাবে আপনার ব্রডব্যান্ড লাইনটি দিয়ে
অন্য কোন বেক্তির যার ইন্টারনেট স্পীড কিনা আপনার চেয়ে দ্রুত গতির তার নেট
চালানো যায় কিভাবে । আর এটা করবো আমরা ম্যাক এড্রেস এর সাহায্য নিয়ে :D
<< ipscan22 সফটওয়ারটি>>
ডাউনলোড করে আপনার পিসিতে সেটআপ দিয়ে রান করান।সফটওয়্যার টি চালু হবার পর Scan দিন
লক্ষ্যকরুন আপনি যে ব্রডব্যান্ড লাইনটি ব্যাবহার করছেন, তার অন্য ইউজারদের IP এবং MAC address আপনি দেখতে পাচ্ছেন। হয়তো বা অনেককেই আপনি চিনেন ;) । এটা বললাম কারণ ব্রডব্যান্ড যেহেতু তারের মাধ্যমে দেয়া হয় এবং আপনার এলাকাতেই সে কোম্পানিটি রয়েছে সেহেতু আপনার বন্ধুরা অথবা পরিচিত অনেকেই হয়তো আপনারী মতো সেখান থেকে লাইন নিয়েছেন।
এবার আপনার পছন্দ অনুযায়ী কোন একজন ইউজারকে বেছে নিয়ে তার ওপর মাউসের রাইটবাটন ক্লিক করে তার MAC address টি Copy করে ফেলুন :) [যদি দেখেন যে তারস্পীড কম লাগছে আপনার কাছে তবে আপনি পুনরায় অন্যদের টা ট্রাই করে দেখুন কোনটা আপনার পছন্দ হয়]
আপনার উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন
নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মাঝে ক্লিক করুন
নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ঢুকুন
লোকাল এরিয়া কানেকশনের মাঝে ক্লিক করুন
এবার আপনি Properties এর মাঝে যান
Internet Protocol Version 4(TCP/IPv4) এর মাঝে ক্লিক করে কনফিগারে যান
ইয়েস দিয়ে দিন
Advanced এ যেয়ে Network Address সিলেক্ট করুন
কপি করা ম্যাক এড্রেস Value তে টিক দিয়ে পেস্ট করে Ok করে দিন। এবার নেট কানেকশন অফ করে আবার চালু করুন :D
*যেনে রাখুন ড্যাম সিওর আপনি ধরা খাবেন। আজ নয়তো কাল :)তাই চেষ্টা করবেন কোন কোম্পানির ইউজার নেম ইউজ করতে। কারণ সাধারণত রাত ৮ টার পর প্রায় অফিস বন্ধ হয়ে যেয়ে থাকে!! আর রাতের বেলা যদি ইউজ করেন তবে নেটের লোকেরা নাও ধরতে পারে। কারণ তারাতো আর সারারাত বসে পাহারা দিচ্ছে নাহ কম্পিউটারের সামনে। আর আপনিতো সকাল হবার আগেই নিজের ইউজারনেমে ফিরে আসছেনই ;)
*নেট কানেকশন এর লোকেরা তাই আপনাকে জরিমানা করতে পারে, অথবা নেট কানেকশন ডিস্কানেক্ট করে দিতে পারে।
*তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে।
ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। যুদ্ধঅপরাধীদের বিরুদ্ধে গর্জে উঠুন। বাংলায় ব্লগিং করে এই বিশাল সাইবার ওয়ার্ল্ডের মাঝে নিজের মাতৃভাষাকে উচ্চুস্থানে নিয়ে যেতে সাহায্য করুন :)
Subscribe to:
Posts (Atom)